রাজ্যের জনপ্রতিনিধিরাও নিরাপদ নন, তাহলে সাধারণ মানুষের নিরপত্তা কোথায়: সজল ঘোষ

কলকাতা রাজনীতি শহর

মৃণালকান্তি সরকার, কলকাতা: সম্প্রতি দক্ষিণ কলকাতার কসবায় ভর সন্ধ্যায় তৃণমূলের এক কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানো নিয়ে আজ বৃহস্পতিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। এই প্রসঙ্গে কথা বলতে গেলে বিজেপির কাউন্সিলর সজল ঘোষের মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। যার জেরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ওয়াক আউট করেন বিজেপি কাউন্সিলররা।

এদিন অধিবেশন চলাকালীন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ সম্প্রতি শাসকদলের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণের ঘটনাকে তুলে ধরে কলকাতা পুরসভার কাউন্সিলর তথা জনপ্রতিনিধিরাও রাজ্যে বর্তমানে নিরাপদ নন সেই বিষয়টিকেই তুলে ধরেন। এই বিষয়টি উত্থাপিত করার সঙ্গে সঙ্গে কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় তাঁর মাইক বন্ধ করে দেন ও তাঁর বক্তব্যকে এক্সপাঞ্জ করার নির্দেশ দেন।

এর প্রতিবাদ জানিয়েই জানিয়ে সজল ঘোষ সরব হলে শাসক দলের কাউন্সিলররা হৈ হট্টগোল করে তাঁর বক্তব্যে বাধা দেওয়ার চেষ্টা করে। পাশাপাশি মালা রায়ও তাঁকে বিরত করার চেষ্টা করে। এর প্রতিবাদে কলকাতা পুরসভার অধিবেশনে উপস্থিত বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও মিনা দেবী পুরোহিত কক্ষ ত্যাগ করেন।

এরপর সজল ঘোষ জানান, ‘এদের পুলিশ ও ইন্টেলিজেন্স ফেলিওর হওয়ার কারণে এরই পূর্বে একাধিক শাসক দল ও বিরোধী দলের নেতা ও বিধায়কদের মৃত্যু হয়েছে।। কলকাতা পুরসভার কাউন্সিলরাও এই মুহূর্তে আর যে নিরাপদ নন সেটাও পরিষ্কার হয়ে গেছে। অথচ শাসক দলের মাথার বিরুদ্ধে এ বিষয়ে আঙ্গুল তুললে ও পুলিশের ব্যর্থতার বিরুদ্ধে সরব হলেই তাঁকে দমন পীড়নের মধ্যে পড়তে হবে। বিরোধী দলের কাউন্সিলরদের কন্ঠ রোধ করার অর্থ এরা যে ডেমোক্রেসি নেই, শাসক উলঙ্গ রাজার মতো ব্যবহার করছেন!’