টোটো গাড়ি সংঘর্ষ, জখম ৩

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হুগলি: চার চাকা ও টোটোর মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত ৩ জন টোটো আরোহী। হুগলির ব্যান্ডেল কেওটা মিলিটারি কলোনি এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় টোটো ও চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে টোটোর ৩ জন আরোহী গুরুতর আহত হন। আহতদের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তড়িঘড়ি চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবীন্দ্রনগরের বাসিন্দা তিন যুবক জিরাট থেকে পেঁয়াজের বীজ টোটো করে নিয়ে ব্যান্ডেলের দিকে আসছিলেন। সেই সময় কেওটা মিলিটারি এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি চার চাকা গাড়ি তাঁদের টোটোটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পর বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে এবং টোটোর আরোহীদের রক্তাক্ত অবস্থায় দেখতে পান। টোটো চালক সহ তিন আরোহীই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা চার চাকা গাড়ির চালকের সহায়তায় আহতদের ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের মতে, চার চাকা গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে এসে টোটোটিকে ধাক্কা মারে। যার ফলে টোটোটি উল্টে যায় এবং আরোহীরা ছিটকে পড়েন।

স্থানীয় বাসিন্দারা জানান, কিছু টোটো চালকের বেপরোয়া গতি এবং নিয়ন্ত্রণহীন আচরণ দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর মতে, রাস্তায় দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণে আরও কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন। হাসপাতালে আহত এক যুবক জানান, তাঁদের বাড়ি রবীন্দ্রনগর এলাকায়। তিনজনই জিরাট থেকে পেঁয়াজের বীজ নিয়ে ফিরছিলেন। আহত তিনজনের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের বর্তমানে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে। এই ঘটনার পর এলাকায় বেপরোয়া গতি ও টোটো চালকদের অসতর্কতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনা রোধে প্রশাসনের হস্তক্ষেপ এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবি তুলেছেন।