নিউজ পোল ব্যুরো: শীত পড়তে না পড়তেই রমরমিয়ে বিক্রির চাহিদা বাড়ছে কচ্ছপের। সেই খবর পৌঁছায় বন দফতরের কাছে। সম্প্রতি এ খবর পাওয়ার পর ক্রেতা সেজে রেকি করে আসেন তদন্তকারীরা। এদিন বন দফতরের আধিকারিকরা তিনটি বাজারে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে কচ্ছপ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে খবর, উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন বাজারে গোপনে বা প্রকাশ্যে কচ্ছপ বিক্রি হচ্ছে। শীতের মরশুমে কচ্ছপ বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। শীত পড়তেই এবারও জেলার বাজারে কচ্ছপ বিক্রি শুরু হয়েছে। মধ্যমগ্রাম, বারাসত, হাবড়া, অশোকনগর, বনগাঁ, গাইঘাটা, বাগদা, স্বরূপনগর ও বসিরহাটে সর্বত্রই একই ছবি। কচ্ছপগুলি মূলত ভিন রাজ্য থেকে আনা হয়। মাছের গাড়ি এবং ম্যাটাডোরে মাছের ট্রের নীচে গোপনে আনা হয় কচ্ছপ। বাইরে থেকে বোঝার উপায় নেই। কয়েক বছর আগে, গাইগাটার বিষ্ণুপুর এলাকা থেকে এই কচ্ছপ- ভর্তি ম্যাটাডোর আটক করেছিল সিআইডি। পশুখাদ্য ও অন্যান্য জিনিসপত্রের আড়ালে কচ্ছপগুলিকে নিয়ে আসা হয়। এই কচ্ছপ শুধু স্থানীয় বাজারেই নয়, বাংলাদেশেও পাচার হয় বলে জানা গিয়েছে।
উত্তর ২৪ পরগনার জেলা বন আধিকারিক অভিজিৎ কর জানিয়েছেন, “আমরা সারা বছর ধরে বেআইনি কচ্ছপ বিক্রি বন্ধ করার জন্য অভিযান চালাই। শীতের মরশুমে কচ্ছপের বিক্রি বেড়ে যায়। তাই বন দফতর এখন বাজারগুলির ওপর আরও সজাগ রয়েছে।” তিনি আরও জানান, কচ্ছপ কারবারিদের বিরুদ্ধে অযোগ্য ধারায় মামলা করা হয়। বিচারে ৭ বছর কারাদণ্ড হয়।