ফের শেষবেলায় শীতে বাধা! বছর শেষে কেমন থাকবে শীতের? কি বলছে আবহাওয়া দফতর?
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক ধাক্কায় এক দিনে ৩ ডিগ্রি নামল পারদ, রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে আবার বছরশেষে উত্তুরে হাওয়ায় শীত ফেরার ইঙ্গিত।
আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এর থেকে তিন ডিগ্রী। বৃহস্পতিবার ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে এবার সাগরে শক্তি হারাচ্ছে নিম্নচাপ।
একের পর এক নিম্নচাপ পেরিয়ে এবার বছরের শেষে কনকনে শীত অনুভূত হতে পারে বঙ্গে। যদিও পৌষের সেই আমেজ এখনো পর্যন্ত সঠিকভাবে বোঝা যায়নি, তবুও আবহাওয়া দফতর জানিয়েছে এবার উত্তুরে হাওয়ায় শীতের আমেজ ফেরার সম্ভাবনা।
এক দিনে অনেকটাই তাপমাত্রার পরিবর্তন খেয়াল করা গেল কলকাতাতেও।কলকাতাতে আজ তাপমাত্রা কমলো ৩ ডিগ্রি। তবে এরই মধ্যে থাকছে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের তিন জেলায় এবং উত্তরবঙ্গের তিন জেলায় শনিবার বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।এ ছাড়াও বেশ কয়েকটি জায়গায় থাকছে কুয়াশার সতর্কতা।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এক ধাক্কায় তা তিন ডিগ্রি কমে গিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে এখনও এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। বৃহস্পতিবার সারা দিনে পারদ উঠেছিল ২৬.৬ ডিগ্রি পর্যন্ত, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।
এদিকে আবার হাওয়া অফিস জানিয়েছে আগামী দুই দিনে রাতে তাপমাত্রা ৩ ডিগ্রি কমতে পারে কয়েকটি জেলায়। বিশেষত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিনে তাপমাত্রা কমার সম্ভাবনা।
পরের দু’দিনে আবার দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তারপরেই পারদ হবে নিম্নমুখী। বেশিরভাগ জেলাতেই আপাতত শুকনো আবহাওয়া থাকবে। সকালের দিকে রয়েছে কুয়াশার সতর্কতা।
দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। আর উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভিজতে পারে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং। দার্জিলিঙের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে এমনটাই জানিয়েছে হওয়া অফিস। উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও থাকছে কুয়াশার সর্তকতা। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। কুয়াশার কারণে এই জেলাগুলিতে দৃশ্যমানতা কমে যেতে পারে, তেমনি আগাম সতর্কতা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে।
এদিকে আবার বছর শেষে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ। এই নিম্নচাপটি মূলত বাড়াচ্ছে শীতে ভ্রুকুটি! তবে কি বছরের শেষ লগ্নে বৃষ্টির আশঙ্কা? প্রশ্নের উত্তরে হাওয়া অফিস জানিয়েছে একেবারেই তা নয়। কারণ শুক্রবারের মধ্যেই শক্তি হারাবে নিম্নচাপটি। ফলে আবারও তাপমাত্রা কমবে স্বাভাবিকভাবে। বছরের শেষটা কনকনে শীতে পিকনিকের আমেজে কাটাবে বঙ্গবাসী।