১৩ বছর প্রেমের পর ২০২৫ এ ছাদনাতলায় যেতে চলেছেন এই টলিসেলেব!

breakingnews বিনোদন

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: ১৩ বছরের বেশি সময় ধরে প্রেম করছেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। দুই পরিবারেরও সম্মতি রয়েছে। তবে এবার সাত পাকে ঘোরার পালা। বিয়ের শপিং করতে দেখা গেল লাভবার্ডস অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে। নতুন বছরেই শুভকাজ হতে চলেছে। বড় ঘোষণা করলেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন।

https://www.instagram.com/reel/DEKs0Fyyq05/?utm_source=ig_web_copy_link

বিয়ের শপিং করার খবর নিজেই দিলেন ঐন্দ্রিলা। তিনি এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ। সবথেকে লম্বা পথ।’ শপিং শুরুর ভিডিও দিলেও, কবে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তা নিয়ে কিছু বলেননি দুজনে। ঐন্দ্রিলা আরও বলেন, ‘আমাদের দুজনের একসঙ্গে পথ হাঁটা শুরু প্রায় ১৩ বছর আগে। খুনসুটি, হাসি, মজা আর নিজেদের কাজ নিয়ে দিব্যি সময় কেটে যাচ্ছে আমাদের। আজকাল সবার একটাই কথা, বিয়ের সাজে কবে দেখতে পাব তোমাদের?’

অঙ্কুশ আর ঐন্দ্রিলা বিয়ের শপিং শুরুর ভিডিওটি বানান ইন্ডাস্ট্রির খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়। তাঁর নতুন স্টোরেই শ্যুট করা হয়েছে বলে জানা যায়। এখন দেখার, সবটাই বিজ্ঞাপন, নাকি সত্যিই নতুন বছরে বড়় ঘোষণা করে ভক্তদের একেবারে চমকে দেন তাঁরা। বড় পর্দায় বেশ জনপ্রিয়তা পেয়েছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা জুটি। তাঁদের একসঙ্গে প্রথম সিনেমা ছিল ‘ম্যাজিক’। এরপর কাজ করলেন প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত ‘লাভম্যারেজ’ সিনেমাতে। ‘মির্জা’-তে দেখা গিয়েছে তাঁদের একসঙ্গে।