নিউজ পোল, ব্যুরো: রাত পোহালেই বছর শেষ। আর তারপরেই নিউ ইয়ার। বছর শেষ আর বছর শুরুর দিকে অনেকেরই বিভিন্ন প্ল্যানিং থাকে। আবার অনেকের ধারণা, বছরের প্রথম দিন ভালো কাটলে, সারা বছরই ভালো কাটে। তাই অনেকেই বছরের প্রথম দিনে মন্দিরে পুজো দিতে ভিড় জমান। তবে পাহাড় সমুদ্র নয় ,এবছর সবথেকে পুণ্যার্থীদের ভিড় অযোধ্যার রাম মন্দিরে। নতুন বছরেও এর ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।
২২ জানুয়ারী, ২০২৪ সালে রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল। এবার প্রথম বর্ষপূর্তি৷ রাম মন্দির উদ্বোধনের মতোই প্রথম বর্ষপূর্তিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। আর বছরের শুরুতেই রামলালায় দর্শনার্থীদের ভিড় জমে। অযোধ্যায় তিল ধারণের জায়গা নেই। তবে পুণ্যার্থীদের ঢল নামতেই চড়চড় করে বাড়ছে হোটেলের দামও।
অযোধ্যার স্থানীয় হোটেল মালিক সূত্রে জানা গিয়েছে, যে অযোধ্যার সমস্ত হোটেল ১৫ জানুয়ারি পর্যন্ত বুক করা হয়েছে। বড় হোটেলগুলিতে এক রাতের ভাড়া ১০ হাজার টাকা। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টও এত বিপুল সংখ্যক তীর্থযাত্রীদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। ভক্তদের জন্য ‘রামলালা’ দর্শনের সময় বাড়ানো হয়েছে।