শিক্ষা এবার দুয়ারে

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি,মালদহ:- শিক্ষা সবার জন্য। কোন শিশুই যেন এই শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্য নিয়েছে মালদহ জেলার শিক্ষা দফতর। মালদহ ছাড়াও জেলার বিভিন্ন শহর ও গ্রামীণ এলাকায় বিশেষ কর্মসূচী নেওয়া হয়েছে। ২০২৫ এর জানুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ,তার আগেই স্কুলছুট শিশু ও পিছিয়ে পড়া এলাকার নতুন শিশুদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে দুয়ারে দুয়ারে যাচ্ছেন জেলা শিক্ষা দফতরের কর্তারা। এমনকি মালদহ জেলা স্কুল পরিদর্শকরা বিভিন্ন এলাকায় ঘুরছেন স্কুল ছুট শিশুদের পুনরায় স্কুলমুখী করতে।

সাম্প্রতিক অতীতে এই দৃশ্য দেখাযায়নি। এমনকি শিক্ষা দফতরের কর্তা আধিকারিকরা পৌঁছে যান নিষিদ্ধ পল্লী এলাকায়। সেখানে বসবাসকারী স্কুলছুট শিশুদের স্কুলমুখী করার উদ্যোগ নেন। কথা বলেন স্থানীয়দের সঙ্গে এছাড়া নিষিদ্ধ পল্লী ও তার আশেপাশে যে সমস্ত শিশু ও স্কুল ছুট বাচ্চারা রয়েছে তাদের যেন পুনরায় স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হয় সেই বিষয়ে তাঁরা আলোচনা করেন। এক এনজিও কর্মী জানান, “তাঁরা সমস্ত বাচ্চাদের স্কুলে পাঠানোর পরিকল্পনা নিচ্ছেন। তবে শিক্ষা দফতরের কর্তা, আধিকারিকেরা এসেছেন। এতে অনেকটাই সুবিধা হল তাঁদের।”

এমনকি জেলা শিক্ষা দফতরের পক্ষ থেকে আগামী ৫ জানুয়ারি নিষিদ্ধ পল্লীতে বিশেষ ভর্তি কর্মসূচী করতে চলেছে জেলা শিক্ষা দফতর। এর ফলে সেখানকার বাচ্চারা কোথাও না গিয়ে শিবিরে স্কুলে ভর্তির সুযোগ পাবে। এদিন এলাকা ঘুরে প্রায় ১১ জন শিশুকে চিহ্নিত করেছেন শিক্ষা দফতরের কর্তারা। বর্তমানে এইসব শিশুরা স্কুলে যায় না। তাঁদেরকে পুনরায় স্কুলে ভর্তি করার পরিকল্পনা নিয়েছে জেলা শিক্ষা দফতর। জেলা স্কুল পরিদর্শক বাণীব্রত দাস বলেন, “সমস্ত শিশুদের শিক্ষার আলোয় নিয়ে আসতে এই উদ্যোগ। আমরা বিভিন্ন এলাকায় ঘুরছি। নিষিদ্ধ পল্লীতে এসেও শিশুদের স্কুলমুখী করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এখানে আমরা ১১ জন শিশুদের পেয়েছি, যারা স্কুলে পড়াশোনা যায় না। তাঁদের দ্রুত স্কুলে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে।” শুধুমাত্র নিষিদ্ধ পল্লী নয়, শহরের বিভিন্ন বস্তি সহ গ্রামীণ এলাকার পিছিয়ে পড়া সমস্ত শিশুদের স্কুলমুখী করতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে এবার জেলা শিক্ষা দফতর।