কৃষক আন্দোলনের জেরে স্তব্ধ পঞ্জাব

দেশ

নিউজ পোল, ব্যুরো: সোমবার স্তব্ধ গোটা পঞ্জাব। কৃষক নেতা জগজিৎ সিংয়ের আমরণ অনশনের মাঝেই পঞ্জাবের কৃষকরা সোমবার ১২ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছিলেন। দোকানপাটের পাশাপাশি ২০০ টির বেশি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। সঙ্গে বাতিল ১৬৩ টি ট্রেন।

জগজিৎ সিংয়ের অনশনের আজ ৩৪ দিন। কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালে আইনি নিশ্চয়তা সহ ফসলের ন্যূনতম ১৩-দফা দাবিতে অনশন শুরু করেছে বলে জানা গিয়েছে। কৃষকরা জগজিৎকে সমর্থন করে এবং কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াতে সোমবার ১২ ঘন্টা ধর্মঘটের ডাক দেয়। সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পঞ্জাব জুড়ে এর ব্যাপক প্রভাব পড়ল। জলন্ধর-দিল্লি জাতীয় সড়ক এবং অমৃতসর-দিল্লি জাতীয় সড়ক অবরুদ্ধ। রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীরা। পঞ্জাবের ২০০টির বেশি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কৃষক আন্দোলনের জেরে বাতিল ১৬৩ টি ট্রেন।

এদিকে, ৩৪ দিন ধরে অনশনে থাকায় জগজিৎ সিং দাল্লেওয়ালে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। সম্প্রতি, পঞ্জাবের একটি সরকারি দল কৃষক নেতার সঙ্গে দেখা করেন এবং তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার অনুরোধ জানালে তিনি চিকিৎসা করাতে অস্বীকার করেন। এই পরিস্থিতিতে কেন্দ্রের ওপর ক্রমশ চাপ বাড়ছে। কেন্দ্রকে বার্তা দিয়ে কৃষক নেতা অভিমন্যু কোহার জানিয়েছেন, ‘আমাদের দাবিগুলি অত্যন্ত স্পষ্ট। তা সত্ত্বেও আমাদের আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্র নিজেদের অবস্থানে অনড় থেকে কৃষকদের কোনও দাবিতে সায় দিচ্ছে না।’

এই বন্‌ধ প্রসঙ্গে এক কৃষক নেতা জানান, রাজ্য জুড়ে বন্‌ধ পালন করা হলেও, সমস্ত প্রয়োজনীয় পরিষেবাগুলি খোলা ছিল। এদিকে শীতের কারণে পঞ্জাবের সব স্কুল বন্ধ রয়েছে। অন্যদিকে, বন্‌ধের জেরে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে সোমবার যে পরীক্ষা হওয়ার কথা ছিল তা মঙ্গলবার করা হবে বলে জানানো হয়েছে।