পরবর্তী সিইও কে ?

কলকাতা জেলা দেশ রাজনীতি রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- অবসর গ্রহণ করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। আগামীকাল ৩১ ডিসেম্বর তার কর্মজীবনের শেষ দিন। ২০১৭ সালের ফেব্রুয়ারী মাস থেকে তিনি এই পদের দায়িত্ব পালন করছেন, দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রায় সবকটি নির্বাচন সুষ্ঠ,অবাধ ও শান্তিপূর্ণ করতে সক্ষম হয়েছেন। ছোটখাট ভুলত্রুটি বা অশান্তি ছাড়া বাকি নির্বাচন গুলি সফল ভাবে সম্পন্ন করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে প্রশাসনের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন সফল ভাবে অনুষ্ঠিত করতে সক্ষম হয়েছেন বিদায়ী মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। তাঁর অবসরের পর উত্তরসুরী কে হবেন। সেটা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে তিনজন আইএএস অফিসারের নাম পাঠাতে হয়। যার মধ্যে দিয়ে জাতীয় নির্বাচন কমিশন পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক কে হবেন সেটা সিদ্ধান্ত নেবে। তবে প্রাথমিক ভাবে যেসব নাম পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হওয়ার দৌড়ে উঠে আসছে তার মধ্যে অন্যতম হলেন বর্তমানে কৃষি বিপণন সচিব ওঙ্কার সিংহ মিনা, রোশনি সেন বর্তমানে তিনি মৎস্য দফতরের সচিব পদে রয়েছেন আর একটা নাম ঘোরাঘুরি করছে সেটা হল নারায়ণ স্বরূপ নিগম। যিনি এখন স্বাস্থ্য সচিব পদে রয়েছেন। যার নামের সঙ্গে আর জি করের ঘটনায় তোলপাড় হয়েছিল। তাঁর নামের তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হওয়ার দৌড়ে রয়েছে বলে নবান্ন সূত্রে খবর। আগামী ৬ জানুয়ারী রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। সব কিছু পঙ্খনুপঙ্খ নির্ভুল এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা এখন বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। কারণ, বিরোধী দলের পক্ষ থেকে ভুয়ো ভোটার তালিকা নিয়ে একাধিকবার অভিযোগ জমা পড়েছে কমিশনের দফতরে। তাই পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক কে হবেন তাঁর ওপরে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করার দায়িত্ব পড়বে। মঙ্গলবার ৩১ ডিসেম্বর বিদায়ী মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব কার্যকাল শেষ করে অবসর গ্রহণ করবেন। তার আগে নতুন ও পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিকের নাম নিয়ে রাজনীতিক মহলে জোর জল্পনা এখন তুঙ্গে।