ফের ইসরোর মহাকাশ উৎক্ষেপণে সাফল্য

দেশ প্রযুক্তি বিজ্ঞান

নিউজ পোল, ব্যুরো: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মহাকাশে আরও এক লম্বা লাফ দিল। সোমবার রাত ১০টা নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে PSLV-C60 রকেট উৎক্ষেপণ করা হয়। ইসরো এ ব্যাপারে বলেছে, PSLV-C60-র প্রধান পেলোড হিসাবে রয়েছে দু’খানা মহাকাশযান। একটি স্পেডেক্স ১ এবং অন্যটি স্পেডেক্স ২। এ ছাড়াও ২৪টি সেকেন্ডারি পেলোড রয়েছে। যা ইসরোর বিজ্ঞানীদের ‘মহাকাশ ডকিং’ মিশনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই মিশনে দুটি স্যাটেলাইট রয়েছে। প্রথমটি হল চেজার এবং দ্বিতীয়টি হল টার্গেট। চেজার স্যাটেলাইট টার্গেট ধরবে। যা দিয়ে ডকিং করা হবে। এর বাইরে আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে পারে। স্যাটেলাইট থেকে।

স্যাটেলাইটে একটি রোবোটিক বাহু রাখা হয়েছে। সেটি একটি হুকের মাধ্যমে লক্ষ্যকে নিজের দিকে টেনে নেবে। অর্থাৎ টেথারড পদ্ধতিতে।পৃথিবী থেকে ৪৭০ কিলোমিটার উপরে অত্যাধুনিক প্রযু্ক্তি নির্ভর দুই স্যাটেলাইট অবস্থান করবে। এর আগে, বিশ্বে মাত্র ৩ দেশ এই প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়েছে। তারা হল, রাশিয়া, চিন, এবং আমেরিকা। চতুর্থ দেশ হিসেবে ভারত এই কীর্তি করতে চলেছে। ফলে ইসরোর মাথার মুকুটে আরও একটি পালক যুক্ত হতে চলেছে। উল্লেখ্য, রিপোর্ট বলছে, মহাকাশ স্টেশন তৈরির জন্য এই প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ। আর সেই লক্ষ্যমাত্রা যে ইসরোর সামনে রয়েছে তা বলাই বাহুল্য।