নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বছরের জন্য অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং টিচার্স ডায়েরি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এই ক্যালেন্ডারে উল্লেখ করা হয়েছে পর্যায়ক্রমিক মূল্যায়ন, ক্লাসের সময়, এবং নম্বর বিভাজনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা। এর পাশাপাশি শিক্ষকদের সময়ানুবর্তিতার ওপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে।
পর্ষদ সূত্রে জানা গেছে, শিক্ষক-শিক্ষিকাদের প্রতিদিন সকাল ১০টা ৩৫ মিনিটের মধ্যে স্কুলে প্রবেশ করতে হবে। সকাল ১০টা ৪০ মিনিটে প্রার্থনা শুরু হবে। যদি কোনও শিক্ষক নির্ধারিত সময়ের পরে, অর্থাৎ ১০টা ৪০-এর পরে স্কুলে প্রবেশ করেন, তবে তাঁদের নামের পাশে ‘লেট মার্ক’ দেওয়া হবে। বেলা ১১টা ১৫ মিনিটের পরে স্কুলে ঢুকলে তাঁকে অনুপস্থিত হিসাবে গণ্য করা হবে। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের প্রতিদিন বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত স্কুলে উপস্থিত থাকতে হবে। এছাড়া মাধ্যমিক পরীক্ষার সময় শিক্ষকদের ওপর নির্ধারিত দায়িত্বগুলিও নির্দেশিকায় বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে।
নতুন নির্দেশিকায় পড়ুয়াদের জন্য মোবাইল ফোনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষকদের ক্ষেত্রেও মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। ক্লাসরুম বা পরীক্ষাগারে শিক্ষকরা মোবাইল ব্যবহার করতে পারবেন না। তবে যদি পড়াশোনার কাজে মোবাইল ব্যবহার জরুরি হয়, তাহলে প্রধান শিক্ষকের অনুমতি নিতে হবে।
এদিকে অনেকের দাবি, একাদশ শ্রেণি থেকে ‘পড়াশোনার সুবিধার্থে’ যে মোবাইল দেওয়া হচ্ছে, সেই মোবাইল কি স্কুলে আনা যাবে? এই বিষয়ে নির্দেশিকায় স্পষ্ট কোনও ব্যাখ্যা না থাকায় শিক্ষকদের মধ্যেও বিভ্রান্তি দেখা দিয়েছে।
এর পাশাপাশি শনিবার অর্ধদিবসের ক্ষেত্রে বা কোনও বিশেষ পরিস্থিতিতে আগাম ছুটি হলে সময়ের ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে নির্দেশিকায় স্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি। ফলে অনেক শিক্ষক-শিক্ষিকার মধ্যে এই বিষয়েও বিভ্রান্তি দেখা দিয়েছে।