আজ বৃহস্পতিবার। আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। জানতে পড়ে নিন বিস্তারিত –
বৃষ: কোন সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তিদের থেকে পরামর্শ নিন। ফাঁকা সময়ে পছন্দের কাজ করুন।প্রেমিকার দিকে নজর দিন। কাওকে নিজের ইমোশন নিয়ে খেলতে দেবেন না।
মেষ : আজকের দিনে ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর সময় ঝগড়া হতে পারে। বিবাহিত ব্যক্তিরা নিজেদের সন্তানের দিকে খেয়াল দিন। বদ অভ্যাস ত্যাগ করুন আজ।
মিথুন: কর্মক্ষেত্রে উন্নতি করতে চাইলে, ভালো কাজ করুন। আজকদের দিনে ব্যবসায় অনেক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্কট: অভিভাবকের অনুমতি নিয়ে কাজ হবে। ঘরের তরফে ঝামেলা থাকবে। প্রেমে বাঁক আসবে। নতুন ধারণাগুলি ফলদায়ক হবে। যা প্রত্যাশা করবেন তার থেকেও বেশি ফল পাবেন।
সিংহ: আজ একটি ইতিবাচক আভা ভাল রাখবে আপনাকে। বিয়ের সুযোগ বাড়ছে। আজ নানা লক্ষ্যে পৌঁছাতে পারেন।
কন্যা: খালি সময়ের আনন্দ উপভোগ করবেন। মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন। আজ আপনি আশার জাদু ছাড়বেন না।
বৃশ্চিক: নিজের ওপর আস্থা রাখুন। বন্ধুদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করতে পারেন। আপনার স্ত্রী অসাধারণ কিছু বুদ্ধি দেবেন। অন্যায় আবদার মানবেন না।
তুলা: আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেবে। সাম্প্রতিক কাজে বিরক্ত হতে পারেন। স্বপ্ন দেখবেন না।
মীন: সহজেই মূলধন- অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন। আজ কাজ ক্লান্তিকর এবং চাপপূর্ণ হবে। হিংসে করা ঠিক নয়। ভাইবোনদের কাছ থেকে পরামর্শ নিন।
কুম্ভ: স্বাস্হ্যের যত্ন প্রয়োজন। সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেগুলিকে সতর্কতার সঙ্গে সামলান। অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে ভেবে নিন।
মকর: উদ্যম হারাবেন না। স্বাস্হ্যের যত্ন প্রয়োজন। সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেগুলিকে সতর্কতার সঙ্গে সামলান। অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে ভেবে নিন।
ধনু: বেশির ভাগ জিনিসই আপনার হাতের বাইরে। সতর্ক থাকুন। উচ্ছাস থাকবে অনেকের মধ্যেই। সামনে অনেক কিছুই থাকবে, পছন্দ আপনার।