নিউজ পোল, ব্যুরো: ফিল্মি কায়দায় প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদা ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর। রাস্তায় বাইক থামিয়ে চলল এলোপাথাড়ি গুলি। জখম অবস্থায় তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, জখম তৃণমূল নেতার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স-হ্যান্ডেলে পোস্ট করে দুঃখ প্রকাশ করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে তিনজন দুষ্কৃতী বাইকে চেপে এসে তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলাকে লক্ষ্য করে খুব কাছ থেকেই তিনটি গুলি চালায়। গুলি ৩টি লাগে তাঁর মাথায় ও শরীরে লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা বাবলা সরকার। গুলি চালিয়েই বাইকে করে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার পরেই গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে মনে করা হচ্ছে। কে বা করা গুলি চালাল খতিয়ে দেখছে পুলিশ।