নিজস্ব প্রতিনিধি: বিকল সি – আর্ম মেশিন। পিছিয়ে যাচ্ছে হাড়ের একাধিক অপারেশন! সমস্যায় সাধারণ মানুষ। ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধানের তরফ থেকে চিঠি হাসপাতালের উপাধ্যক্ষকে। এই চিঠিতে দাবি করা হয়েছে, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের ওটিতে যে সি আর্ম মেশিনটি রয়েছে। সেটি খারাপ! অর্থোপেডিকের সার্জারি করার সময়, ছবি তুলতে সি – আর্ম মেশিন ব্যবহার করা হয়। সেই মেশিনটি খারাপ ২০২৪ এর নভেম্বর মাস থেকে। যার ফলে, বহু অপারেশন পিছিয়ে দিতে হচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই মেশিনটি, অতি দ্রুত ঠিক করার জন্য আবেদন জানাচ্ছি।
জরুরি অবস্থা হিসেবে রোগী পরিষেবার স্বার্থে আপাতত কাজ চালানোর জন্য ইমারজেন্সি বিভাগের থাকা সি আর্ম মেশিনটি স্থানান্তর করা হয়েছে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থপেডিকের ওটিতে।
ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে, দু’টি সি আর্ম মেশিন রয়েছে। একটি মেশিন থাকে জরুরি বিভাগের ওটিতে। আরেকটি মেশিন থাকে অর্থোপেডিক বিভাগের ওটিতে। যার মধ্যে একটি বিকল হয়ে গিয়েছে গত বছরের নভেম্বর মাস থেকে।