নিউজ পোল ব্যুরো: জমি বিক্রি নিয়ে চলছিল ঝামেলা। আর তাতেই খুন স্বামীকে? স্বামীকে খুন করে দেহ দু টুকরো করলেন স্ত্রী। তারপর সেই টুকরো দেহ ফেলে দেন কুয়োর জলে। পুলিশ গ্রেফতার করেছে মৃত ব্যক্তির স্ত্রীকে। ঘটনাটি ঘটেছে বেলাগামি জেলার উমারানি গ্রামে।
জানা গিয়েছে, মৃতের নাম শ্রীমন্ত ইতনালি। গত ৮ ডিসেম্বর জমি সংক্রান্ত বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগে। অভিযোগ, জমি বিক্রি করে সেই টাকা নিয়ে নতুন বাইক কিনতে চেয়েছিলেন ব্যক্তি। স্ত্রী তাতে রাজি না হওয়ায় মদ খেয়ে স্ত্রীকে মারধর করেন ব্যক্তি। তারপরেই স্ত্রীর মাথায় খুনের পরিকল্পনা আসে। স্বামী ঘুমিয়ে পড়লে প্রথমে গলা টিপে ধরেন এবং বড় পাথর দিয়ে মাথায় আঘাত করে মাথা থেঁতলে দেন মহিলা। তারপর স্বামীর দেহ খণ্ড খণ্ড করে কুয়োয় ফেলে দিয়ে আসেন।
মহিলা জানিয়েছেন, বছরের পর বছর ধরে স্বামীর কাছে অত্যাচারিত মহিলা। স্বামী দিনরাত মদ খেয়ে মারধর করতেন বলে অভিযোগ। তাঁর জমিও বিক্রি করার চেষ্টা করেছিলেন। তাই রাগের মাথায় খুন করেন।
ঘটনার এক মাস কেটে যাওয়ার পর খুনের কিনারা করেছে পুলিশ। পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করেছেন মহিলা। গ্রেফতার করা হয়েছে মহিলাকে। তবে কি কারণে এই খুন, অন্য কোনো কারণ ছিল কিনা সেটার তদন্তে রয়েছে পুলিশ।