পিষে মৃত্যু পঞ্চম শ্রেনীর ছাত্রীর!

দেশ

নিউজ পোল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ জন পড়ুয়াকে নিয়ে উল্টে গেল বাস। বাসটি উল্টে যাওয়ার সময় জানালা দিয়ে ছিটকে পড়ে যায় ওই পড়ুয়া । ভয়ঙ্কর ঘটনাটি কেরলের কান্নুর জেলার ভালাক্কাইয়ের ঘটনা। ঢালু রাস্তায় ব্রেক ফেল করায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, নিহত ছাত্রীর নাম নেধ্যা এস রাজেশ। বুধবার বিকেল ৪ টে নাগাদ স্কুল থেকে বাসে চেপে বাড়ি ফিরছিল ১৫ জন পড়ুয়া। সেই বাসেই ছিল পঞ্চম শ্রেনীর পড়ুয়া। বাস থেকে ছিটকে পরে যায় ছাত্রী। তারপরেই বাসের চাকায় পিষে যায় সে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। ওই বাসে বাকি ১৪ জন পড়ুয়া হাসপাতালে ভর্তি।

এই দুর্ঘটনায় আরও ১৪ জন ছাত্রছাত্রী আহত হয়েছে। দুর্ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া দেননি। গাড়ি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্তে পুলিশ। তবে ফাঁকা রাস্তায় এমন দুর্ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তাঁদের দাবি, স্কুল পড়ুয়াদের নিয়ে বাস অনেকটাই দ্রুত গতিতে চলছিল। সেই কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। কেউ কেউ বলছেন সেতুর নির্মাণ ঠিক নয় তাই বারবার এই ভয়াবহ দুর্ঘটনা ঘটছে।