নিজস্ব প্রতিনিধি,কলকাতা: মাধ্যমিক পরীক্ষায় এবার নতুন নিয়ম। পরীক্ষা নিয়ে ১১ দফার নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের। নির্দেশিকা বিদ্যালয়গুলিতে শিক্ষক-শিক্ষিকাদের পাঠানো হলো মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে।
মাধ্যমিক পরীক্ষার আগেই একগুচ্ছ নিয়ম বেঁধে দেওয়া হয়েছে বোর্ডের তরফে। কী সেই নিয়ম? রইলো বিস্তারিত
নির্দেশিকা অনুযায়ী শুরুতেই বলা হয়েছে পরীক্ষার ঘরে ঢোকার সময় ছাত্র-ছাত্রীদের চেকিং করতে হবে। চেকিং-এর ওপর থাকছে আরও বেশি কড়াকড়ি। পরীক্ষার হলে নজরদারি করতে হবে আরও বিচক্ষণতার সাথে। প্রয়োজনে বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করতে হবে। উত্তরপত্র সঠিকভাবে প্যাকেটিং হচ্ছে কিনা তার জন্য নজর দিতে হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য যে বৈঠকগুলি হয় সেই বৈঠকগুলিতেও যোগ দিতে হবে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের। পরীক্ষা নজরদারির দায়িত্ব দেওয়া হলে তা পালন করতে হবে যথাযথ। পরীক্ষার দিনগুলিতে অন্য কোনও কাজ নেওয়া যাবে না। প্রধান পরীক্ষক বা পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করতে হবে। ১১ দফা নির্দেশ অমান্য হলে শাস্তি মূলক পদক্ষেপ করবে পর্ষদ।
এছাড়াও থাকছে অন্যান্য কয়েকটি নিয়ম। আরও কিছু নিয়ম মেনে চলতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “অনেক ক্ষেত্রে পরীক্ষার দায়িত্ব পালন বলতে কী বোঝায় তা নিয়ে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে। তাই যাতে কোন বিভ্রান্তি না থাকে তার জন্য এই ১১ দফা গাইডলাইন দেওয়া হল।”