নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্রাম মানেই এক নস্টালজিয়া। এরইমধ্যে কলকাতা থেকে দূষণহীন এই যানটিকে তুলে দেওয়া নিয়ে চাপানউতোর শুরু হয়েছে শহরের অপরিসীম রাস্তার ধীর গতির এই যানটি নাকি আজ বেমানান। এই যুক্তি দেখিয়ে ট্রামকে চিরতে ইতিহাসের পাতায় পাঠিয়ে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়ে গেছে।আদালতের হস্তক্ষেপে যা এখনও কার্যকর হতে পারেনি। কলকাতার ইতিহাস ও শহরের ঐতিহ্যের সঙ্গে পরতে পরতে জড়িয়ে আছে যার ইতিহাস আর সেই ঐতিহাসিক ট্রামের চাকরিতেই ঘটল এক লজ্জাকর ঘটনা।
মৃত এক কর্মীর ছেলে সেজে ট্রাম কোম্পানিতে চাকরি করেছিল এক ব্যক্তি। ভুয়ো নথি দিয়ে দীর্ঘদিন ধরে চাকরির সুযোগ নিয়েছিল সে। তবে তার এই জালিয়াতি শেষ পর্যন্ত ধরা পড়েছে। মৃত কর্মীর মেয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে এই ঘটনাটি উদঘাটন করেছে।
সূত্রের খবর, কয়েক বছর আগে শিবপূজন সিং নামে একজন ট্রাম কোম্পানির কর্মচারী মারা যান। তাঁর মৃত্যুর পর ব্রিজমোহন সিং নামে এক ব্যক্তি নিজেকে শিবপূজনের ছেলে বলে পরিচয় দিয়ে ট্রাম কোম্পানির অফিসে ভুয়ো নথি জমা দেয়। এরপর ইন্টারভিউ দেয় সে। নথি যাচাই না করেই কোম্পানি কর্তৃপক্ষ তাকে চাকরিতে নিয়োগ করে। এদিকে, শিবপূজনের আসল মেয়ে বাবার চাকরির কথা শুনে কোম্পানিতে যোগাযোগ করলে এই জালিয়াতির কথা সামনে আসে। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্রিজমোহনকে গ্রেফতার করে।
পুলিশের জেরায় ব্রিজমোহন স্বীকার করে যে, তার বাবার নাম রামপূজন সিং। শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য সে এই জালিয়াতি করেছিল। মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ এই ঘটনায় একটি মামলা রুজু করেছে। ব্রিজমোহনের বিরুদ্ধে জালিয়াতি ও চুরির মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এই ঘটনাটি সামনে আসার পর ট্রাম কোম্পানি কর্তৃপক্ষের নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, কোম্পানি কর্তৃপক্ষ যদি নিয়োগের সময় নথি যাচাই করত, তাহলে এই জালিয়াতি ধরা পড়ত।