নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের অভিযোগের ভিত্তিতে মামলার তৃতীয় চার্জশিটের কগনিজেন্ট নিলো সিবিআই বিশেষ আদালত। পরবর্তী শুনানি ১৮ জানুয়ারি। ওই দিন অভিযুক্তদের আদালতে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি। অপরদিকে, এই মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায়, অয়ন শীলকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। এর পাশাপাশি সিবিআইকে সব চার্জশিটের কপি অভিযুক্তদের দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি।
পার্থ চট্টোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়ন শীল, সন্তু গঙ্গোপাধ্যায় এদিন প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দেন। অন্যদিকে, অপর অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র আপোলো হাসাপাতালে চিকিৎসাধীন। স্বশরীরে আদালতে হাজিরা দেন তাপস মণ্ডল, পার্থ সেন, কৌশিক মাঝি, নীলাদ্রি ঘোষ। তবে এদিন অনুপস্থিত ছিলেন আরেক অভিযুক্ত কুন্তল ঘোষ।
সিবিআইয়ের আইনজীবী জয় কিশান জানান, গত ২০২৩ সালের ১৮ মে তারিখে চার্জশিট ফাইল হয়েছে। কৌশিক মাঝি ও পার্থ সেনের নামে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয় গত বছরের ১২ জানুয়ারি মাসে। ২০২৪ সালের ২৭ ডিসেম্বর দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায় ও অয়ন শীলের বিরুদ্ধে।
সুজয় কৃষ্ণ ভদ্র ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত এখনও চলছে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন প্রমাণ মিলেছে। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট এখনও দেওয়া হয়নি ।
এরপরেই বিচারক খোঁজ নিলেন কালীঘাটের কাকুর। ব্রেকফাস্ট করেছেন কী কাকু? আইনজীবীর কাছে জানতে চাইলো আদালত।