নিজস্ব প্রতিনিধি,কলকাতা: কৃষক বিরোধী আইন প্রণয়ন করতে চাইছে কেন্দ্রীয় সরকার, এবার সরাসরি ক্ষোভ প্রকাশ শোভনদেব চট্টোপাধ্যায়ের। সারলেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠক। দেশের মোট জনসংখ্যার ৯.৮ শতাংশ হলেও মোট চাষযোগ্য জমির পরিমান ২.৯ শতাংশ। ছোট চাষী এবং ভাগ চাষীর সংখ্যা ৯৬ শতাংশ। আমাদের রাজ্যে কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে প্রায় ২১১ শতাংশ। উৎপাদনশীলতা ১৯২ শতাংশ জাতীয় ১৪৩.৬ শতাংশ।
প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় জোর কেন্দ্রের কিন্তু রাজ্যে কৃষক বন্ধু ও কৃষক বিমা নামের দুটো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম রয়েছে। কৃষক বিমার ক্ষেত্রে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হয় না। রাজ্যে কৃষক বন্ধু স্কিমের উপভোক্তার সংখ্যা ১ কোটি ১ লক্ষ। বাংলা ছাড়াও এই স্কিম কার্যকর নয় গুজরাট, বিহার, তেলেঙ্গানা, ঝাড়খন্ড অন্ধ্রপ্রদেশ ও পাঞ্জাব। গোবিন্দ ভোগ চালের রপ্তানির জন্য HSN কোড এর জন্য ২০২২ সালে মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন এখনও মান্যতা পায় নি। বৈঠকে এদিন সর্বপ্রথম এই বিষয়গুলোকেই সামনে রাখেন শোভনদেব চট্টোপাধ্যায়।
চাল বিদেশে রপ্তানির ক্ষেত্রে অসুবিধায় পড়তে হচ্ছে রাজ্যকে বললেন তিনি। বাসমতি চাল এই কোড পেয়েছে। সার- রাজ্যের প্রাপ্য ভাগ ২০২১ সালে ছিলো ৫ লক্ষ মেট্রিক টন। এখন সেটা কমিয়ে ১ লক্ষ ২৭ হাজার মেট্রিক টন দেওয়া হচ্ছে। রাজ্যের কৃষি বাজেট ৯৮০০ কোটি টাকা। এছাড়াও এদিন বাজেট নিয়েও মুখ খুলতে শোনা যায় তাকে। কেন্দ্রীয় কৃষিভিত্তিক রাজ্যের জন্য বরাদ্দ টাকায় কাজ চলছেনা কিছুতেই। কেন্দ্র কৃষি ভিত্তিক বিভিন্ন প্রকল্পের জন্য যে টাকা দেয় তার পরিমান রাজ্য বাজেটের ৫ শতাংশ এরও কম, বৈঠকে জানান তিনি।
মূলত এই সমস্ত কারণকে সামনে রেখেই কেন্দ্রের এই আইনকে কৃষক বিরোধী বলে আখ্যা দেন তিনি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এর কাছে বিষয়গুলো সামনে রেখেই বক্তব্য রাখেন শোভনদেব চট্টোপাধ্যায়।