নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের বুকে চলন্ত বাসে মহিলাদের দুর্ব্যবহার! চলন্ত বাসে মহিলা সহযাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার করা হল দুই যুবককে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ধর্মতলা থেকে সাঁত্রাগাছি রুটের একটি বাসে। অভিযুক্তদের আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, দুই যুবক বাসের সামনে লেডিস সিটে বসেছিলেন। মহিলা যাত্রীরা তাদের সিট ছাড়তে বললেও এরা তাঁদের কথায় কর্ণপাত করেননি। অভিযোগ, উল্টে মহিলা যাত্রীদের সঙ্গে তাঁরা দুর্ব্যবহার ও অভব্য আচরণ করে। এরপরই মহিলা যাত্রীরা ১০০ ডায়াল করে শিবপুর থানায় অভিযোগ জানান। ফোন পেয়েই তৎপর হয় পুলিশ। ওই বাস দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় এলে পুলিশ দুই যুবককেই আটক করে থানায় নিয়ে যায়।
অভিযোগকারী মহিলা যাত্রী বলেন, ‘ধর্মতলা থেকে বাসে উঠেছিলাম। লেডিস সিটে ওরা বসেছিল। বারবার বলা সত্বেও ওরা সিট থেকে উঠতে চায়নি। এরপর আরও এক মহিলা ওদের উঠতে বললে ওই দুই যুবক তাঁর সঙ্গেও দুর্ব্যবহার শুরু করে। তখনই আমরা শিবপুর থানায় ফোন করি। পুলিশ দ্রুত চলে আসে এবং অভিযুক্ত দু’জনকে বাস থেকে আটক করে।