নিউজ পোল ব্যুরো: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চার মাওবাদী নিহত হয়েছে। সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। শনিবার বিকেলে দান্তেওয়াড়া ও নারায়ণপুর জেলার সীমান্তে অবুঝমাড়ের জঙ্গলে অভিযান শুরু হয়। সেখানে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গেছে। লুকিয়ে থাকা বাকি মাওবাদীদের খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, পুলিশ সূত্রে খবর মেলে অবুঝমাড়ের জঙ্গলে লুকিয়ে আছে নকশালবাদীরা। এরপরেই তাদের নাশকতার ছক ধ্বংস করতে পুলিশ বাহিনী অভিযান চালায়। জঙ্গলের মধ্যে মাওবাদীদের উপস্থিতি টের পেয়েই গুলি চালায় পুলিশ। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে নকশালপন্থী মিলিট্যান্ট। শুরু হয় দুই পক্ষের মধ্যে গুলির লড়াই।
রবিবার সকালে পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষে এখনও পর্যন্ত ৪জন মাওবাদী নিহত হয়েছে। জেলা রিজার্ভ পুলিশ ফোর্সের হেড কনস্টেবল সান্নু কর্মও এই গুলির লড়াইতে নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি AK-47 রাইফেল এবং একটি সেলফ-লোডিং রাইফেল (SLR) সহ বেশ কয়েকটি স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও খবর, অবুঝমাড়ের এই জঙ্গল মাওবাদীদের কেন্দ্রে পরিণত হয়েছে। নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তের কাছাকাছি হওয়ার কারণে মাওবাদীদের পক্ষে এই দু’টি এলাকায় সহজ প্রবেশাধিকার ছিল। চার জেলায় মাওবাদীরা অতি সক্রিয় হওয়ায় ডিআরজি এবং পুলিশের ১০০০ জন অভিযানে নেমেছেন।
রাজ্য প্রশাসন সূত্রে খবর, গত এক থেকে দেড় বছরে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান দারুণ সাফল্য পেয়েছে। প্রশাসনের দাবি, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩০০ জনেরও বেশি মাওবাদী নিহত হয়েছে। প্রায় এক হাজার মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। ৮০০ জনের বেশি মাওবাদী আত্মসমর্পণ করেছে।