মাওবাদী আক্রমণে শহীদ ৯ জওয়ান

দেশ

নিউজ পোল ব্যুরো: শনিবার রাতে ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪ মাওবাদী নিহত হয়। আর এই ঘটনা ঘটার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই পাল্টা আঘাত হানল নকশালপন্থীরা। বিজাপুরের কুটরু রোডে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে তাঁরা। এই ঘটনায় ৯ জন ডিআরজি জওয়ানের শহিদ হওয়ার খবর পাওয়া গিয়েছে।

ছত্তিশগড় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি অভিযান সেরে ফেরার সময় ডিআরজি জওয়ানদের গাড়িতে এই বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ জানিয়েছে, দান্তেওয়াড়া, নারায়ণপুর এবং বিজাপুরে যৌথ অভিযান চালিয়ে ফেরার সময় আমবেলি গ্রামের কাছে দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ এই হামলা হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে জঙ্গলের রাস্তায় বড় গর্ত তৈরি হয় এবং গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার দাবি করেছেন যে মাওবাদী কার্যকলাপ দমন করা হয়েছে এবং ২০২৫ সালের মধ্যে দেশ থেকে মাওবাদী শূন্য করা হবে। তবে বারবার এই ধরনের মাওবাদী পাল্টা আক্রমণে সেই দাবি নিয়ে প্রশ্ন উঠছে।

কেন্দ্রীয় সরকার দেশ থেকে মাওবাদ নির্মূল করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘এই লড়াই এখন শেষ পর্যায়ে।’ তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হবে। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ২৬৮ জন মাওবাদী মারা গেছে। পাশাপাশি ৮৬১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৭৮৯ জন নকশালপন্থী আত্মসমর্পণ করেছে।