নিউজ পোল ব্যুরো: ভারতে আবারও হানা দিল এইচএমপিভি (HMPV) অর্থাৎ হিউম্যান মেটানিউরোভাইরাস। সম্প্রতি বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা আট মাস বয়সি এক শিশুর দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। ওই শিশুটির নমুনা পরীক্ষা করার সময়ই এই ভাইরাসের সন্ধান মেলে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বহু বছর আগেও দেশে এইচএমপিভি ভাইরাসের উপস্থিতি দেখা গিয়েছিল। যদিও এবার নতুন করে ভাইরাসের কোন প্রজাতি সক্রিয় হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কর্নাটকের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাইরাসটির উপস্থিতি নিয়ে সন্দেহের জায়গা নেই। তবে এইচএমপিভির কোন ভ্যারিয়েন্ট আক্রান্ত শিশুর দেহে পাওয়া গিয়েছে, তা নিশ্চিত করতে সময় লাগবে।
বিশেষজ্ঞদের মতে, ১১ বছরের কম বয়সি শিশুদের মধ্যে সাধারণত এইচএমপিভি-র প্রকোপ বেশি দেখা যায়। জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ০.৭ শতাংশের দেহে এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। এইচএমপিভি মূলত শ্বাসতন্ত্রের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
কেরল সরকার ইতিমধ্যেই নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। রবিবার রাজ্যের পক্ষ থেকে বলা হয়, আতঙ্কিত না হয়ে সুরক্ষা বিধি মেনে চলুন। বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করুন এবং অন্তঃসত্ত্বা নারী ও বয়স্ক নাগরিকদের বিশেষভাবে সাবধান থাকতে হবে। একই সতর্কতা জারি করা হয়েছে তেলেঙ্গানায়ও।
স্বাস্থ্য মন্ত্রক শনিবার এই ভাইরাস নিয়ে একটি বিবৃতি জারি করে জানায়, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। স্বাস্থ্যবিধি মেনে চললে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। হিউম্যান মেটানিউরোভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দেওয়া তথ্যের উপর নজর রাখা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত বলেও জানানো হয়েছে।