নিউজ পোল ব্যুরো: বছরের শুরুতে পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছিল যুবক। কিন্তু সশরীরে দেহ ফিরল না আর! দার্জিলিঙে ছুটি কাটাতে গিয়ে মৃত্যু হল এক বাঙালি পর্যটকের। দার্জিলিঙে ঘোরার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন ওই পর্যটক। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ওই পর্যটককে।
জানা গিয়েছে, মৃত পর্যটকের নাম দীপাঞ্জন সাহা। হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা তিনি। বছরের শুরুতে ছুটি কাটাতে পরিবার নিয়ে নিজের গাড়ি নিয়েই দার্জিলিঙে বেড়াতে যান। এদিন লামহাট্টা থেকে দার্জিলিঙ যাওয়ার পথে অসুস্থ বোধ করেন ওই যুবক। তাঁকে চিকিৎসার জন্য দার্জিলিঙ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসক মৃত বলে জানান।
তবে, দীপাঞ্জনের কী কারণে মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, হৃদরোগ জনিত সমস্যার কারণে সম্ভবত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দার্জিলিঙ জেলা সদর হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে। সূত্রের খবর, পরিবারের বাকি সদস্যদের সঙ্গে জিটিএর পর্যটন বিভাগ যোগাযোগ করেছে।