শীতের সকালে মর্মান্তিক দুর্ঘটনা

জেলা

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: আজ, সোমবার কুয়াশা জেরে দৃশ্যমান্যতা কম থাকায় সকাল থেকেই মিলছে দুর্ঘটনার খবর। তেমনই মর্মান্তিক এক দুর্ঘটনার সাক্ষী রইল পশ্চিম মেদিনীপুরের বামনপুকুর এলাকা। সামনে থাকা গাড়িকে লক্ষ্য না করেই ওভারটেক করতে গিয়ে ধাক্কা কন্টেনারের পেছনে। ঘন কুয়াশায় ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা অ্যাম্বুলেন্সের। ঘটনাস্থলেই প্রাণ হারান অ্যাম্বুলেন্স চালক ঈশ্বরচন্দ্র সর্দার (৪০)। দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

সূত্রের খবর, সোমবার সকাল সাতটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ঈশ্বরচন্দ্র সর্দার বাঁকুড়ার কোতুলপুর এলাকার বাসিন্দা ছিলেন। অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন প্রিয়ব্রত রায়, সুব্রত রায়, অবিনাশ রায় এবং অজয় মণ্ডল— সবাই চন্দ্রকোনা টাউনের তাতারপুর এলাকার বাসিন্দা। তাঁরা ওড়িশার ভুবনেশ্বর এইমসে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহতরা গুরুতর অবস্থায় দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি হন, পরবর্তীতে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার কারণে চালক সামনের রাস্তা স্পষ্টভাবে দেখতে পাননি। এছাড়া গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল বলে মনে করা হচ্ছে। কন্টেনারটিকে ওভারটেক করতে গিয়ে অ্যাম্বুল্যান্সটি কন্টেনারের পিছনে সজোরে ধাক্কা খায়। ঘটনার পর, স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। দাঁতন থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।