নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: শনিবার নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতের শ্রী গৌরী এলাকায় জলাশয় থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রবিবার মহিলার পরিচয় জানা যায়। মৃতের নাম পূর্ণিমা দাস মাইতি। তাঁর বাপের বাড়ির লোকজন এসে দেহ শনাক্ত করেন। পূর্ণিমার স্বামী জয়ন্ত দাস ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন বাপের বাড়ির লোকজন।
এরপর, রবিবারই পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি থেকে পূর্ণিমার স্বামী জয়ন্ত দাসকে গ্রেফতার করে পুলিশ। খবর জানাজানি হতেই গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পূর্ণিমার শ্বশুরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিধ্বংসী সেই আগুনে বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
অন্যদিকে, পুরুলিয়া শহরের ভাঁটবাঁধ পাড়ার একটি পুকুর থেকে এক নাবালিকার ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিস। মৃতের নাম পায়েল মুর্মু (১৩)। সে টামনা থানা এলাকার বাসিন্দা এবং পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনে পেশায় পুলিস কর্মী মায়ের সঙ্গে থাকত।গত ৩০ ডিসেম্বর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় পায়েল। পরিবারের পক্ষ থেকে টামনা থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। পাঁচদিন পর, শনিবার দুপুরে এলাকাবাসী পুকুরে তার দেহ ভাসতে দেখে পুলিসে খবর দেন। ঘটনাস্থলে এসে পুরুলিয়া সদর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে দেহ শনাক্ত করেন। সূত্রের খবর, পায়েলের মৃত্যু খুন নাকি অন্য কোনো রহস্যজনক কারণে হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।