আদিবাসী সমস্যায় এবার রাজ্যপাল

রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যের আদিবাসীদের বর্তমান অবস্থার হালহকিকত খতিয়ে দেখার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোস এক বিশেষ উদ্যোগ নিয়েছেন। আদিবাসীদের সঙ্গে সরাসরি কথা বলা এবং তাঁদের বাস্তব পরিস্থিতি স্বচক্ষে দেখার উদ্দ্যেশ্যে তিনি একাধিক আদিবাসী গ্রামে যাওয়ার পরিকল্পনা করেছেন। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘আমার গ্রাম’। বুধবার থেকে শুরু হবে এই উদ্যোগের বিশেষ কর্মসূচী।

রাজ্যের আদিবাসী সম্প্রদায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে আসছে। সরকারি প্রকল্প ও সুযোগ সুবিধা ঠিকঠাকভাবে তাঁদের কাছে পৌঁছচ্ছে কিনা, তাঁদের দৈনন্দিন জীবনে এর কতটা প্রভাব পড়ছে, সেই বিষয় নিশ্চিত হতে চান স্বয়ং রাজ্যপাল। একইসঙ্গে আদিবাসী গ্রামগুলির সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কেও তিনি সরাসরি কথা বলবেন ও তথ্য গ্রহণ করবেন।

’আমার গ্রাম’ কর্মসূচীর মূল লক্ষ্য হল, রাজ্যের গ্রামীণ ও আদিবাসী জনগোষ্ঠীর প্রতি সরকারের দায়িত্ব আরও সুসংহত করা। সরকারি প্রকল্পগুলি যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা এবং প্রয়োজনীয় সেবা তাঁরা পাচ্ছেন কিনা, তা সরোজমিনে পর্যবেক্ষণ করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলে তিনি তাঁদের সমস্যার কথা শুনবেন এবং তা সমাধানের জন্য উপযুক্ত পদক্ষেপ করবেন।

এই কর্মসূচীর প্রথম পদক্ষেপে রাজ্যপাল একাধিক গ্রাম প্রদর্শন করবেন। গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসে তিনি জানবেন তাঁদের অভাব অভিযোগ ও চাহিদার কথা। একইসঙ্গে শিক্ষার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, কৃষি সহায়তা এবং রাস্তাঘাটের অবস্থা সম্পর্কেও তথ্য সংগ্রহ করবেন তিনি। রাজ্যপালের এই উদ্যোগ রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের একটি ইতিবাচক পদক্ষেপ হতে চলেছে বলে মনে করছেন সকলেই।