নিউজ পোল ব্যুরো: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট রেল স্টেশনে অবশেষে চালু হল আধুনিক ডিসপ্লে বোর্ড। দীর্ঘদিন ধরে স্টেশনটিতে কোনো ডিসপ্লে বোর্ডের ব্যবস্থা না থাকায় যাত্রীদের নানা অসুবিধার মধ্যে পড়তে হত। তবে নতুন এই ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
নতুন ডিসপ্লে বোর্ড চালু হওয়ার ফলে যাত্রীরা এখন সহজেই জানতে পারবেন কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে এবং ট্রেনের কোন কামরা কোথায় পড়বে। এসব জানা থাকলে যাত্রীদের হয়রান হতে হয় না। এর পাশাপাশি ট্রেনের নির্ধারিত সময়ও ডিসপ্লেতে দেখানো হবে। যাত্রীদের এই সুবিধা দিতে রবিবার এই ডিসপ্লে বোর্ডগুলি স্থাপন করা হয়েছে।
স্টেশনে দুটি ভিন্ন ধরনের ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। প্রথম ধরনের ডিসপ্লে বোর্ডে ট্রেনের নাম, নম্বর, প্ল্যাটফর্ম নম্বর এবং ট্রেন ছাড়ার সময় সম্পর্কিত তথ্য প্রদর্শিত হবে। আর দ্বিতীয় ধরনের ডিসপ্লে বোর্ডে প্ল্যাটফর্মের কোথায় ট্রেনের কোন কামরা পড়বে তা স্পষ্ট দেখানো হবে। এসি কোচ, স্লিপার কোচ বা সাধারণ কামরার নির্দিষ্ট অবস্থানও এখানে উল্লেখ থাকবে। ফলে যাত্রীরা সহজেই তাঁদের নির্ধারিত কামরায় উঠে বসতে পারবেন। দীর্ঘ প্রতিক্ষার পর এমন আধুনিক সূচনা হওয়ায় বালুরঘাটের যাত্রীরা খুশি।