নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ এবার সম্পূর্ণ বিনামুল্যে বই পড়ার সুযোগ! সঙ্গে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর। এমনই এক বুক ক্লাবের উদ্বোধন হতে চলেছে নিউটাউন অ্যাকশন এরিয়া ১ এ জিরো ওয়েস্ট শপের একতলায়। সবথেকে বড় কথা এই বুক ক্লাবে বই পড়ার জন্য এক পয়সাও খরচ করতে হবে না।
জানা গিয়েছে, নিউটাউন জিরো ওয়েস্ট স্টপের নীচে একটি কফি শপ এবং বুক ক্লাব তৈরি করেছে এনকেডিএ (নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি)। যেখানে শহরের মানুষ বই দান করতে পারবেন। বইগুলো কফি শপের র্যাকে পরপর সাজানো থাকবে। সবাই সবার পছন্দমত বই নিয়ে পড়তে পারেন। চা কফিও কোন বাধ্যতামূলক নয়। এনকেডিএর এই উদ্যোগে খুশি বইপ্রেমীরা। যাদের বাড়িতে বই রাখার সমস্যা এনকেডিএ তাঁদের কাছে সেই সমস্ত বই কেজিদরে বিক্রি না করে বুক ক্লাবে দান করার আবেদন জানিয়েছে।
প্রায় তিরিশ জন পাঁচশোর বেশি বই দান করেছেন এই বুক ক্লাবের জন্য। পাঠকের সংখ্যাও হাজার ছাড়িয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছে, বুক ক্লাব শুধু ক্লাব নয়। এখানে অনেক মানুষের সঙ্গে কমিউনিকেশন করা যায় সঙ্গে বই পড়ার আনন্দ তো রয়েছেই। এনকেডিএর এক আধিকারিক জানিয়েছেন, আজকাল মোবাইলের যুগে লুপ্ত হয়ে যাচ্ছে পাঠকের সংখ্যা। আমরা এই বুক ক্লাবের মাধ্যমে আবার বই পড়ার অভ্যেস ফিরিয়ে আনতে চাই।