দক্ষিণে ফের দক্ষিণরায়!

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরোঃ নতুন করে বাঘের আতঙ্ক। জিনাতের আতঙ্কের রেশ কাটতে না কাটতেই ফের বাঘের আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে। বাঘের আতঙ্কে ঘুম উড়ল সাধারণ মানুষের। এরপর তড়িঘড়ি বনদফতরের কর্মীরা গ্রামে পৌঁছে জাল দিয়ে ঘিরে ফেলে গোটা গ্রাম।

জানা গিয়েছে, প্রতিদিনের মতোই মৎস্যজীবীরা মাছ ধরতে যাচ্ছিলেন। হঠাৎই কুলতলির মৈপীঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামের শ্রীকান্তপল্লি বাঁধ সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখেন তাঁরা। মুহূর্তের মধ্যে গোটা গ্রামে বাঘের আনাগোনার খবর ছড়িয়ে পড়ে। আর তাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় গ্রাম জুড়ে। খবর দেওয়া হয় মৈপীঠ উপকূল থানায়। সঙ্গে সঙ্গে বন দফতরের কর্মীরা গ্রামে এসে পৌঁছান। ঘটনাস্থলে এসে সবটা খতিয়ে দেখেছেন বন দফতর এবং পুলিশ।

উত্তর ও দক্ষিন বৈকুণ্ঠপুর গ্রাম লাগোয়া জঙ্গল এলাকায় জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তবে স্থানীয়দের একাংশের মতে, সেই জলের ওপর বাঘের লোম পাওয়া গিয়েছে। আজমলমারির জঙ্গল থেকে নদী সাঁতরে বাঘটি গ্রামের জঙ্গলে ঢুকেছে বলে দাবি স্থানীয়দের। অন্যদিকে, গ্রামবাসীদের বারবার সতর্কবার্তা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে এবং বাইরে বেড়ানোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাঘ আতঙ্কে রাস্তায় ভিড় জমাচ্ছেন গ্রামের বাসিন্দারা। মৈপীঠ থানার পুলিশের তরফেও এলাকার বাসিন্দাদের সচেতন করা হয়েছে।