নিউজ পোল বিনোদন ব্যুরো : খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পর্দার স্পাইডারম্যান। হলিউড তারকা টম হল্যান্ডের বাগদানও সারা হয়ে গেছে তাঁদের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে। স্পাইডারের বিয়ের খবর শুনে তাঁর অনুরাগের উচ্ছ্বসিত আবার অন্যদিকে মহিলা অনুরাগীদের হৃদয় ভগ্ন হয়েছে।
কিন্তু পাত্রী কে তা নিয়ে চলছে জোর গুঞ্জন। জানা যায়, পাত্রী হলেন মার্কিন অভিনেত্রী ও নৃত্যশিল্পী জেনডিয়া মারি স্টোরমার কোলম্যান। তাঁদের বিয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে ২ জন্যেই নিশ্চুপ। সম্প্রতি গোল্ডেন গ্লোব মঞ্চে উপস্থিত হন টম ও জেনডিয়া। সেখানেই জেনেডিয়াকে অপরূপ সাজে দেখা যায়। সবথেকে মূল আকর্ষণ ছিল জেনেডিয়ার হাতের হীরের আংটি। সেটি দেখে সবাই নিশ্চিত হয়ে যায় তাঁদের বাগদান হয়ে গেছে। কিন্তু তাঁদের বাগদান হল কবে সেই নিয়ে জোর গুঞ্জন চলে। অনেকেই মনে করছেন টম ও জেনেডিয়া ক্রিসমাসের সময় আমেরিকায় পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। সম্ভবত সেই সময়ে তাঁরা বাগদান পর্ব সেরে নেন।
টম ও জেনেডিয়ার বন্ধুত্ব অনেকদিনের। ২০১৬ সালে ‘স্পাইডারম্যান’ ছবির সেটে তাঁদের প্রথম আলাপ। ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব আরও গাঢ় হতে থাকে। কিন্তু তাঁরা কখনোই তাঁদের সম্পর্কের খবর প্রকাশ্যে আনেননি। ২০২০ সালে এক বিয়ে বাড়িতে এই জুটিকে প্রকাশ্যে চুম্বন করতে দেখা যায়। তারপর থেকেই চারিদিকে গুজন ছড়িয়ে পরে। আগামীতে ক্রিস্টোফার নোলানের ছবি ওডিসিতে একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।