দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ধাক্কা সরকারি বাসের!

breakingnews কলকাতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, মঙ্গলবার সাত সকালেই কলকাতার ডোরিনা ক্রসিংয়ে এক দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসে। জানা গিয়েছে গতকাল সোমবার রাতেই ঘটেছে দুর্ঘটনাটি। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে দুমড়ে মুচড়ে গিয়েছে বাস দু’টি।
জানা গেছে, এদিন ২১২ নম্বর রুটের একটি বাসের পেছনে এসে সজোরে ধাক্কা মারে এসি ২৪ রুটের একটি বাস। অত্যন্ত দ্রুতগতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা বলে খবর। এরই মধ্যে দুই বাসের চালককে খুঁজে বের করেছে পুলিশ।

ঘটনার জেরে দীর্ঘক্ষণ আতঙ্ক ছড়ায় যাত্রীমহলে। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সকাল হতেই যানজট কাটাতে দু’টি বাসকে রাস্তা থেকে সরাতে তৎপর হয় পুলিশ। পুলিশি সূত্রে খবর এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে চালকদেরকে।