মিষ্টির দোকানে ভয়াবহ আগুন!

রাজ্য

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: নদিয়ার মাজদিয়ায় মঙ্গলবার ভোরবেলা এক মিষ্টির দোকানে ভয়াবহ আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত হন দুই ব্যক্তি। বর্তমানে তাঁরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর মাজদিয়া স্টেশন সংলগ্ন এলাকায়।

সূত্রের খবর, মাজদিয়া স্টেশন এলাকায় জগবন্ধু মিষ্টান্ন ভান্ডার নামে এক জনপ্রিয় মিষ্টির দোকান রয়েছে। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ সেই মিষ্টির দোকানে আগুন লাগে। শীতের কাকভোরে হওয়ায় প্রায় সকলেই তখন গভীর ঘুমে। হঠাৎ এলাকাবাসী দোকানের দিক থেকে ধোঁয়া উঠতে দেখে। ধোঁয়া দেখে স্থানীয়রা তৎক্ষণাৎ ছুটে যান এবং নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষনে আগুনের লেলিহান শিখা পুরো দোকানটাকে গ্রাস করে ফেলেছে। এরইমধ্যে দোকানের ভিতর থেকে সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এই বিস্ফোরণের ফলে এই আগুন আরও ভয়ঙ্কর রূপ নেয়।

এই আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে গুরুতর আহত হন অরুন সিংহ এবং চঞ্চল হালদার নামে দু’জন স্থানীয় ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে নিয়ে যান কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত স্থানান্তরিত করা হয় জেলা হাসপাতালে। আগুন লাগার খবর পেয়ে কৃষ্ণনগর থেকে দমকলের একটি এঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। অনেক্ষন চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষনে দোকানটি প্রায় পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। পুলিশ এবং দমকল কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতা করে।

এই ঘটনার জেরে এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। তদন্তকারীরা প্রাথমিক ভাবে অনুমান করছেন শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। তবে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।