বেপরোয়া বাসের বলি চিকিৎসক!

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি,সাঁতরাগাছি : সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক চিকিৎসকের। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁতরাগাছি ব্রিজে। দুর্ঘটনার পর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা আর হয়নি। শুভাশিস ঘোষ নামে ওই চিকিৎসক অ্যানাসথেশিস্ট।

জানা গিয়েছে, হুগলির উত্তরপাড়ার বাসিন্দা শুভাশিস ঘোষ। বয়স ৪০ বছর। পেশায় চিকিৎসক। হাওড়ার একটি বেসরকারি নার্সিংহোমের সঙ্গে যুক্ত ছিলেন ওই চিকিৎসক। বিভিন্ন বেসরকারি হাসপাতালে তিনি রোগীর অ্যানাসথেসিয়া করতেন। মঙ্গলবার সকালে তিনি যখন উলুবেরিয়ায়ার একটি বেসরকারি নার্সিংহোম থেকে বাইকে চেপে অন্য একটি হাসপাতালে যাচ্ছিলেন সেই সময় সাঁতরাগাছি ব্রিজে দুর্ঘটনা ঘটে। একটি বেসরকারি বাস তাকে পাশ থেকে চেপে দিলে তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ডিভাইডারে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গুরুতর জখম হন ওই চিকিৎসক। তাঁর মাথায় এবং বুকে প্রচণ্ড ধাক্কা লাগে। শরীর থেকে কোন রক্ত না বেরোলেও তাঁকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। তখনই চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তাঁর পরিবারের লোকজন এবং বিভিন্ন হাসপাতালের কর্মীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে খবর, ওই চিকিৎসকের স্ত্রী এবং এক শিশু পুত্র আছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের ওপর বেপরোয়াভাবে গাড়ি চলাচল করে ফলে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পুলিশি নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে দাবি করেন স্থানীয়রা।