নিউজ পোল ব্যুরো:- অভিনয় জগতে পা রাখতে চলেছেন বলিউড ‘খিলাড়ি’ অক্ষয়কুমারের ভাগ্নি। সিমর ভাটিয়া তাঁর তারকা মামার পথ অনুসরণ করলেন। সিমরের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দকে। এর আগে তাঁকে ‘দ্য আর্চিস’ ছবিতে দেখা গিয়েছিল। শ্রীরাম রাঘবনের ‘ইক্কিস’ ছবিতে জুটি বাঁধছেন অগ্যস্ত ও সিমর।
এ খবর পেয়ে অক্ষয়কুমার উচ্ছ্বসিত। নতুন জীবনের জন্য ভাগ্নিকে শুভেচ্ছা জানিয়েছেন। সেটি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি লেখেন, ‘ প্রথম যেদিন আমি নিজের ছবি কাগজে নিজের ছবি দেখেছিলাম সেদিন ভেবেছিলাম আমি সবকিছু পেয়ে গেছি, কিন্তু এখন বুঝতে পারছি সন্তানের সন্তানের ছবি দেখাটা একটা আলাদাই অনুভূতি।’
সিমরের মা অর্থাৎ অক্ষয়ের বোন অল্কা ভাটিয়া পেশায় একজন প্রযোজক। ১৯৯৭ সালের বেভব কাপুরকে বিয়ে করেন। এরপর সিমরের জন্ম হয়। কিন্তু সেই বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি। ২০১২ সালে নির্মাণ ব্যবসায়ী সুরেন্দ্র হিরানন্দানীকে বিয়ে করেন।
ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আগ্রহ ছিল সিমরের। মুম্বাইয়ের স্কুলে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় চলে যান সিমর। পড়াশোনা শেষ করে আবার মুম্বাইয়ে ফিরে আসেন। এতদিন আলোর রোশনাই থেকে দূরেই ছিলেন সিমর। তিনি সোশ্যাল মিডিয়ায় সর্বদা সক্রিয়।