নতুন ভাইরাস নিয়ে উদ্বেগের কিছু নেই

কলকাতা দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো:– দেশে শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বাড়ছে। বিশেষত শিশু ও প্রবীণদের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এই পরিস্থিতিতে হিউম্যান মেটানিউমো ভাইরাসের (HMPV) নমুনার জিনোম সিকোয়েন্সিং নিশ্চিত করার জন্য পদক্ষেপ করেছে ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ আইসিএমআর(ICMR)। সংস্থাটি রাজ্যগুলিকে একটি নির্দেশ পাঠিয়েছে, যেখানে HMPV পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ এবং সেগুলি জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানোর কথা বলা হয়েছে।

আইসিএমআর এর নির্দেশ অনুযায়ী, প্রতি সপ্তাহে ১ থেকে ৫ বছরের নীচের শিশু এবং ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণদের অন্তত পাঁচটি নমুনা সংগ্রহ করতে হবে। এই ব্যক্তিদের মধ্যে এমন উপসর্গ থাকতে হবে যা হল ইনফ্লুয়েঞ্জা, করোনা পরীক্ষা পসিটিভ, আরএস ভাইরাস পরীক্ষায় নেগেটিভ- এই শ্রেণীর ব্যক্তিদের মধ্যে এইচএমপিভি সংক্রমণের সম্ভাবনা লক্ষ করতে হবে।

আইসিএমআর-এর নির্দেশে আরও বলা হয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসা শিশু ও প্রবীণদের নমুনা আলাদা করে রাখতে হবে। এই নমুনাগুলি এইচএমপিভি পরীক্ষার জন্য পাঠানো হবে।
এই উদ্যোগের মাধ্যমে আইসিএমআর শিশু ও প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষার দিকে আরও একধাপ এগিয়েছে। এইচএমপিভি সংক্রমণ সনাক্তকরণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। তবে এখনই বড় কোনো উদ্বেগের বিষয় নেই বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার।