নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পৌর সংস্থার বিভিন্ন শ্রমিক ও কর্মচারীর অধিকার সুরক্ষিত রাখতে এবং তাঁদের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে ৫ দফা দাবিতে সরব হয়েছে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কেএমসি মজদুর পঞ্চায়েত। এদিন কলকাতা পৌর সংস্থার প্রাঙ্গণে বিশাল বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করে সংগঠনটি।
কেএমসি মজদুর পঞ্চায়েত তাঁদের এই আন্দোলনের মাধ্যমে পাঁচটি মূল দাবির কথা জানায়। অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া পেনশন, গ্র্যাচুইটি এবং অন্যান্য প্রাপ্য পরিশোধের দাবি জানানো হয়। শ্রমিকদের জন্য বরাদ্দ কোয়ার্টার পুনর্বাসনের দাবি করা হয়। অভিযোগ ওঠে, কোয়ার্টার থেকে শ্রমিকদের উচ্ছেদ করে নোটিশ ধরানো হচ্ছে। এর পাশাপাশি এসডাবলুএম (সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট) কর্মীদের জন্য বায়োমেট্রিক ব্যবস্থার স্বচ্ছতা আনার দাবি করা হয়। অবসরপ্রাপ্ত এবং অস্থায়ী কর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা এবং অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি ও মেডিক্লেম চালু করার দাবি তোলা হয়।
কলকাতা পৌর সংস্থার বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে এদিন বিক্ষোভ মিছিল করেন কেএমসি মজদুর পঞ্চায়েতের সদস্যরা। নেতৃত্বে ছিলেন সংগঠনের সম্পাদক শংকর রায়। তিনি জানান, “দীর্ঘদিন ধরে শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধান করা হয়নি, যার ফলে তাঁরা বাধ্য হয়ে এই আন্দোলনে নেমেছে।” পৌর সংস্থার সম্পত্তিকর বাবদ আয় কিছুটা বৃদ্ধি পেলেও, তা আশানুরূপ পর্যায়ে পৌঁছায়নি। ফলে ঠিকাদার থেকে শুরু করে অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মেটাতে হিমশিম খাচ্ছে পৌর সংস্থা। মিছিল শেষে পৌর সংস্থার প্রাঙ্গণে একটি ছোট সভা অনুষ্ঠিত হয়। সেখানে কর্মীদের দাবির সাপেক্ষে বক্তৃতা দেন শ্রমিক সংগঠনের নেতারা। তাঁদের বক্তব্য অনুযায়ী, যদি এই দাবিগুলি দ্রুত পূরণ না করা হয়, তবে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।