নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগরঃ- গঙ্গাসাগর মেলার তোড়জোড়ের মধ্যেই সমুদ্রতটে ভেসে এলো বিরল প্রজাতির অলিভ রিডলে কচ্ছপ। মঙ্গলবার গঙ্গাসাগর মেলার ৮ নম্বর গেট সংলগ্ন সমুদ্রচরে বিশাল আকৃতির এই কচ্ছপটির মৃতদেহ দেখতে পাওয়া যায়। বিশালাকার এই কচ্ছপকে ঘিরে উৎসাহিত পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় জমে যায় সাগরে।
সমুদ্রপাড় থেকে উদ্ধার হওয়া এই কচ্ছপটির ওজন প্রায় ১০০ কেজি। কোথা থেকে এবং কীভাবে এখানে এলো, তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয়দের ধারণা, এটি মৎস্যজীবীদের জালে জড়িয়ে পড়েছিল। জালে আটকে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারানোর সম্ভাবনা রয়েছে। প্রাথমিক অনুমান, মৎস্যজীবীরা কচ্ছপটিকে জাল থেকে মুক্ত করে সমুদ্রতটে ফেলে দেন, যা পরে স্রোতের সঙ্গে ভেসে গঙ্গাসাগর মেলার ৮ নম্বর গেট সংলগ্ন সমুদ্রচরে পৌঁছে যায়।
দক্ষিণ ২৪ পরগনা জেলা বনবিভাগ জানিয়েছে, মৃত কচ্ছপটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। বিশেষজ্ঞদের মতে, শীতকালে অলিভ রিডলে কচ্ছপেরা ভারত, বাংলাদেশ এবং মায়ানমারের বঙ্গোপসাগর উপকূলে ডিম পাড়তে আসে। শীতের শেষে তাঁরা ফিরে যায় গভীর সমুদ্রে। তবে প্রতি বছরই উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের ট্রলারের জালে আটকে বেশ কয়েকটি অলিভ রিডলে কচ্ছপের মৃত্যু ঘটে। এই ক্ষেত্রেও সেই কারণেই মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
উল্লেখ্য, কয়েক দিন আগেই মুড়িগঙ্গার পাড়ে ভেসে এসেছিল একটি নীল তিমি। বিশাল ওই তিমির মৃতদেহও পর্যটকদের মধ্যে কৌতূহল জন্মায়। একইভাবে মঙ্গলবার এই বিরল প্রজাতির কচ্ছপের মৃতদেহও পুণ্যার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
পর পর এই ধরনের বিরল প্রজাতির প্রাণীদের মৃতদেহ সমুদ্রতটে ভেসে আসায় উদ্বেগ প্রকাশ করেছে জেলা প্রশাসন।