নিজস্ব প্রতিনিধি,কলকাতা: ক্রমশই নিম্নমুখী পারদ, বছরের শুরুতেই হাড় কাঁপানো শীত।আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস অনুযায়ী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আরও কনকনে ঠান্ডা অনুভূত হবে বঙ্গে।সমস্ত ঝঞ্ঝা কাটিয়ে বঙ্গে এখন অবাধে প্রবেশ শীতল বায়ুর। আজ বুধবার বঙ্গের কমবেশি সব কটি জেলাতেই সকলের আকাশ ছিল কুয়াশায় মোড়া।
কোথাও ঘন আবার কোথাও হালকা কুয়াশায় মোড়ানো ছিল সকাল। কুয়াশার দাপট সমানে থাকবে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশায় আরও কমবে দৃশ্যমানতা। প্রায় ৫০ মিটারের কাছাকাছি দৃশ্যমানতা কমার সম্ভাবনা। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রির কাছে।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯০ শতাংশ ও ন্যূনতম ৫৯ শতাংশ। সম্প্রতি কনকনে ঠাণ্ডায় জুবুথুবু বঙ্গবাসী। কলকাতা সহ বাকি জেলাগুলিতে সূর্যাস্তের পর বাড়ছে আরও শীতের দাপট। এরইমধ্যে ফের পারদ পতনের সম্ভাবনা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রা কমতে পারে আরও ৪ ডিগ্রি বলে জানিয়েছে আলিপুর হওয়া অফিস। গত ২ দিনে পারদ ওঠানামা হয়েছে।
ফের নিম্নমুখী পারদ, রয়েছে তাপমাত্রা কমার পূর্বাভাস। আগামী ২ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে কমার সম্ভবনা। আগামী ২ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে কমতে পারে বলে জানিয়েছে হওয়া অফিস।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শিলা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং উত্তরের উঁচু পার্বত্য এলাকায় থাকছে তুষারপাতের সম্ভাবনা। পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।