খড়গপুর থেকে ইসরো!

দেশ বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: এবার ইসরোর নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করল কেন্দ্র। আগামী ১৪ জানুয়ারি মেয়াদ শেষ হচ্ছে ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথের। ওইদিনই ইসরোর চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করবেন ভি নারায়ণ। তবে শুধু চেয়ারম্যান নয়, তিনি সামলাবেন মহাকাশ দফতরের সচিবের দায়িত্বও।

জানা গিয়েছে, তামিলনাড়ুতে জন্ম নারায়ণের। সেখানে স্কুল পাশের পর খড়গপুর আইআইটি থেকে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে সেখান থেকেই পি এইচ ডি করেন নারায়ণ। পি এইচ ডির শেষে ইসরোতে যোগ দেন তিনি।

বিজ্ঞানী ভি নারায়ণ একজন রকেট এবং স্পেসক্রাফট বিশেষজ্ঞ। রকেট এবং মহাকাশযান বিষয়ে ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ১৯৮৪ সালে ইসরোতে যোগদান করেছিলেন তিনি। এর আগে একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। মঙ্গলবার কেন্দ্রের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে নতুন চেয়ারম্যান ভি নারায়ণের নাম ঘোষণা করেছেন। আগামী ২ বছর এই দায়িত্ব সামলাবেন তিনি।

এই খবর প্রকাশ্যে আসতেই খুশি ভি নারায়ণ। তিনি বলেন, ‘আমাদের জন্য ভারতের কাছে একটি রেডম্যাপ রয়েছে। আমাদের কাছে দুর্দান্ত সব প্রতিভারা রয়েছে যা ইসরোকে নয়া উচ্চতায় পৌঁছবে।’