অধীরের আবেদন খারিজ হাইকোর্টে

কলকাতা রাজ্য

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- কংগ্রেস নেতা অধীর চৌধুরীর আবেদন খারিজ কলকাতা হাইকোর্টের।ডিভিসি র জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য। পাশাপাশি প্রতিবছর ডি ভি সি জল ছাড়ায় বন্যা। সামগ্রিক বিষয় নিয়ে কংগ্রেসনেতা অধীর চৌধুরীর আবেদন খারিজ করলো কলকাত হাইকোর্ট।

প্রধান বিচারপতির মন্তব্য, আবেদনকারী একজন সাংসদ ছিলেন, তিনি রাজ্যে কংগ্রেসের প্রেসিডেন্টও ছিলেন। আবেদনকারী চাইলে নিজেই এই সমস্যার সমাধান করতে পারেন। আর সংবাদ মাধ্যমের নথি ছাড়া এই আবেদনে কোনও বিস্তারিত তথ্য নেই। তাই এই আবেদন গ্রহণ যোগ্য হতে পারে না।
গত জুলাই-আগস্ট মাসে প্রবল বর্ষণের সময় ডিভিসি-র জল ছাড়াকে কেন্দ্র করে প্রতিবাদ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই বক্তব্যকে চ্যালেঞ্জ করে কংগ্রেস নেতা অধীর চৌধুরী কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের করেন। এই মামলার কোন গুরুত্ব নেই। মামলা করার জন্য যথাযোগ্য প্রমাণ দিতে পারেননি অধীর চৌধুরী আর সেই কারণেই বৃহস্পতিবার মামলাটি খারিজ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

ডিভিসির বিরুদ্ধে মামলায় আদালতে ভর্তসনার মুখে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়,
‘আপনাকে তথ্য জোগাড় করতে হবে। কত জল স্টোর আছে, কত জল ছাড়া হয়েছে। শুধুমাত্র কিছু সংবাদের ওপর ভিত্তি করে মামলা হয়না।
অধীর রঞ্জন চৌধুরীর আইনজীবীর বক্তব্য, ‘২/ ৩ লক্ষ কিউশেক জল ছাড়া হয়েছে।’ প্রধান বিচারপতি অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘উনি একটি রাজনৈতিক দলের সদস্য। প্রাক্তন সভাপতি ছিলেন। ৪ বারের সাংসদ। তাই উনি জানেন ওনার কি করণীয় ছিল।’
আবেদনকারী: উনি এখন কোনও পদে নেই।
প্রধান বিচারপতি: নির্বাচনে একজন জনপ্রতিনিধিকে নির্বাচিত করা হয়। তার পদে থাকার মেয়াদ রয়েছে। তখন উনি এই বিষয়ে পদক্ষেপ নেননি কেন?
আবেদনকারী: ডিভিসির অধিকারে হস্তক্ষেপের অধিকার তার নেই।
তারপর প্রধান বিচারপতি যথাযথ ফোরামে আবেদন করতে বলেন।