নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট। সেই বাজেট পেশের আগেই গ্রাহকদের সুখবর শোনাতে চলেছে একটি বেসরকারি ব্যাঙ্ক। জানা গেছে, এইচডিএফসি ব্যাঙ্কের বিভিন্ন ঋণের ক্ষেত্রে সুদের হার কমাতে চলেছে কর্তৃপক্ষ। যার ফলে এই ব্যাঙ্কের থেকে ঋণগ্রহীতাদের জন্য সুখবর। এই সিদ্ধান্তের ফলে এবার থেকে গ্রাহকদের ঋণের ইএমআই কিছুটা হলেও কমতে চলেছে। যার ফলে কমবে আর্থিক চাপ।
এই প্রসঙ্গে বলা চলে শুধু হোম লোনের ইএমআই নয়, অন্য আরও বেশকিছু ঋণের ইএমআইও হ্রাস পেতে চলেছে।
সম্প্রতি ব্যাঙ্কের তরফে একটি বিজ্ঞপ্তির ভিত্তিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে যে, বিভিন্ন ঋণের ওপর সুদের হার কমিয়ে দিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। আর সোশাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে সাড়া পড়ে গেছে। কারণ ব্যাঙ্কিং ক্ষেত্রে এইডিএফসি ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা বিগত কয়েকটি বছরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
খবরটির সত্যতা যাচাই করতে গিয়ে জানা গেছে, এইচডিএফসি ব্যাঙ্ক মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট বা এমসিএলআর ৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। ওভারনাইট এমসিএলআর ৯.২০ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৯.১৫ শতাংশ। যার ফলেই সুদের হার ও তার ইএমআইতেও প্রভাব পড়তে চলেছে। হোম লোন, পার্সোনাল লোন, বিজনেস লোন সবই এই এমসিএলআরের সঙ্গে যুক্ত। যার ফলে এই সুদের হারে বদল এলে লোনের ইএমআইতেও বদল আসবে।
৭ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার এই সুদের হার কমানোর সিদ্ধান্ত জানিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। এইভাবে ঋণের ওপর সুদের হার কমানোর ফলে আগে থেকে কেউ যদি এই তিন ধরনের লোন নিয়ে থাকেন, তাহলে তাঁদের ইএমআই কিছুটা কম দিতে হবে। ফলে আগের থেকে কিছু টাকা বাঁচবে গ্রাহকদের।
উল্লেখ্য, ৬ মাস ও এক বছরের এমসিএলআর ৯.৫০ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৯.৪৫ শতাংশ। আবার একইভাবে তিন বছরের এমসিএলআরও ৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এইচডিএফসি ব্যাঙ্ক এখন সাধারণভাবে ৯.৪৫ শতাংশ হারে প্রতি বছর ঋণের ওপর সুদ নিয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই সুদের হার কিছুটা বদলে যায়। আর এইচডিএফসি ব্যাঙ্কের হোম লোনে সুদের হার নির্ভর করে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটের ওপরে।
#HDFCBank, #EMI,