নিউজ পোল ব্যুরো: দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলস। শীতকাল এলেই ঝড়ের মত হাওয়া এবং বৃষ্টিপাত কম হওয়ার দরুন দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একের পর এক দাবানলে জ্বলে ওঠে বনাঞ্চল। ৫ জনের মৃত্যু হয়েছে এই দাবানলে। ঘরছাড়া হাজার হাজার মানুষ।
মঙ্গলবার বিকেলে লস অ্যাঞ্জেলসের উত্তর পূর্ব দিকে একটি বনাঞ্চলে হঠাৎ করেই আগুন লেগে যায়। তীব্র গতির বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আতঙ্কিত হয়ে নিজেদের এলাকা ছেড়ে পালাচ্ছেন। বাদ নেই হলিউড তারকারাও। এখনও অবধি দমকল আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ। আগুন নেভাতে গিয়ে দমকল কর্মী ও উদ্ধার কর্মী আহত হয়েছেন। দাবানল নিয়ন্ত্রণে আনতে দিনরাত কাজ করে চলেছে দমকল।
জানা গিয়েছে, লস অ্যাঞ্জেলেসের পাহাড়ি অঞ্চল থেকে শহর এলাকাতেও আগুন ছড়াচ্ছে। তাই জোর কদমে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে লোকজনদের সরানো হচ্ছে। গভর্নর গেভিন নিউজ্যাম এই দৃশ্য পরিদর্শন করেছেন এবং জরুরি অবস্থা জারি করেছেন। তিনি জানিয়েছেন ৭০ হাজার বাসিন্দাকে ঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিপদের মুখে প্রায় ১৩ হাজার বাড়ি।
অন্যদিকে এই ভয়াবহ দাবানলের কারণে ইতালি সফর বাতিল করেছেন জো বাইডেন। বুধবার বিকেলে লস এঞ্জেলসে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি পুলিশ দমকল বাহিনী উদ্ধারকারী দলের সঙ্গে দেখা করেন এবং সমস্ত বিষয় খতিয়ে দেখছেন বলে জানান।