জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ঋতাভরী

বিনোদন

নিউজ পোল বিনোদন ব্যুরো: গতবছর দীপাবলিতে প্রেমের সিলমোহর দিয়েছেন। তাঁর ভালোবাসার মানুষ এই ইন্ডাস্ট্রির, বলিউড সংলাপ লেখক সুমিত অরোরা। তাঁর প্রেমের গুঞ্জন উঠেছিল অনেক আগেই, কিন্তু তাঁরা কখনও প্রকাশ্যে আনেননি। গতবছর বড়দিনে নিজের বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন টলিপাড়ার অনেকেই। সেই অনুষ্ঠানে তাঁর মনের মানুষকেও দেখা যায়। এর আগে বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানের তাঁদের ছবি প্রকাশ্যে এসেছে। তবে এবার কি জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ঋতাভরী!

সূত্রের খবর, তাঁদের ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা রয়েছে। তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের সূত্রে খবর, এবছরের ডিসেম্বরে থাইল্যান্ডে বসতে চলেছে তাঁদের বিয়ের আসর। পাত্র সুমিত অরোরা পাঞ্জাবি।
জানা যায়, বাঙালি ও পাঞ্জাবি দুই রীতিতে বিয়ে সারবেন। তবে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও আত্মীয়রা। রিশেপশনের অনুষ্ঠান হবে কলকাতাতে। সেখানে উপস্থিত থাকবেন টলিউড ও বলিউডের বিভিন্ন তারকারা।

পেশা সূত্রেই তাঁদের আলাপ। তাঁর মনের মানুষ সুমিত অরোরা পেশায় বলিউড সংলাপ লেখক। শাহরুখ খানের ‘জওয়ান’ এছাড়া ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ন ‘ প্রভৃতি সিনেমার সংলাপ লেখক। মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যমিলি ম্যান’ ছবির সংলাপ লিখেছেন। এরই মধ্যে ঋতাভরী সুমিতের সঙ্গে আদুরে ছবি শেয়ার করেন সমাজমাধ্যমে।