নিউজ পোল বিনোদন ব্যুরো : এতদিন বাংলার অভিনেতা-অভিনেত্রীরা বলিউডে অভিনয় করার স্বপ্ন দেখেন। এই রীতি চলে আসছে বহুদিন ধরে। এখন সময় পাল্টেছে। চেনা ছকের বাইরে গিয়ে এবার বলিউড থেকে টলিউড তথা বাংলায় অভিনয় করতে আসছেন ‘টিপ্ টিপ্ বর্ষা পানি’ খ্যাত অভিনেত্রী রবিনা ট্যান্ডন। পরিচালক আতিউল ইসলামের এক জমজমাট থ্রিলার মুভিতে তাঁকে দেখা যাবে।
সূত্রের খবর, আতিউল ইসলামের পরিচালিত ‘বানসারা’ ছবিতে একদিকে যেমন রয়েছে থ্রিলার অন্যদিকে, অ্যাকশনে ভরপুর। এই ছবিতে রবিনা ট্যান্ডন ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিউড নায়ক বনি সেনগুপ্ত। বনিকে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবির এক গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অপরিজিতা আঢ্য।
এর আগে রবিনাকে বলিউডে রহস্যময় ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। এবার বাংলার রহস্য উন্মোচন করতে আসছেন রবিনা। এই ছবিতে এক অন্যরকম চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে এক মাফিয়া চক্রের গল্প নিয়ে আবর্তিত। জানা যায়, এই ছবির শুটিং হতে চলেছে পুরুলিয়াতে। এরমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে ছবিটি।
উল্লেখ্য,রবিনা ট্যান্ডন হিন্দি ছাড়াও তামিল, তেলেগু ও কন্নড় ছবিতে অভিনয় করতে দেখা গেছে। তবে বাংলা চলচ্চিত্রে তাঁর প্রথম কাজ। রবিনা ট্যান্ডনের নতুন বাংলা চলচ্চিত্রে অভিনয় তাঁর ভক্তদের জন্য এক বিশেষ উপহার হতে চলেছে। রবিনা ট্যান্ডন ২০২৩সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেছেন, যা তাঁর দীর্ঘ এবং সফল ক্যারিয়ারে এক বিশেষ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।