নিউজ পোল ব্যুরোঃ- দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আসেন অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে। সেখানে ভীড় সামলানোর জন্য রীতিমতো কড়াকড়ি ব্যবস্থাও আছে,কিন্তু তারপরেও বুধাবার সন্ধ্যের সময় টিকিট বিলিকে কেন্দ্র করে সৃষ্টি হয় ব্যাপক বিশৃঙ্খলা আর সেখানেই ভীড়ের চাপে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন এখনও পর্যন্ত মানুষ।
সূত্রের খবর, ১০ জানুয়ারী থেকে ১০ দিনের জন্য দর্শন করা যাবে তিরুপতির তিরুমালাকে, প্রথমে জানানো হয়েছিল ভোরবেলা দেওয়া হবে বৈকুণ্ঠদ্বার দর্শনের টিকিট কিন্তু সন্ধ্যেবেলা ঘোষনা করা হয় তখনই টিকিট দেওয়া হবে। লাইনে তখন দাঁড়িয়েছিলেন হাজার হাজার মানুষ, তৈরী হয় ব্যাপক বিশৃঙ্খলা, হুড়োহুড়ির জন্য অনেকেই পড়ে যান সেখানেই,এখনও পর্যন্ত পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন ছয়জন, জখম হয়েছেন প্রায় ষোলোজন, আহত হয়েছেন অনেকেই। যদিও এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই পুলিশ এসে পৌঁছায় এবং সবরকম ব্যবস্থা গ্রহণ করে। অ্যাম্বুলেন্সে করে তিরুপতির রুয়া হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রশাসনের কর্তাদের। তবে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনার।