বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে নবদম্পতি

বিনোদন

নিউজ পোল বিনোদন ব্যুরো: গত ২০২৪এর ডিসেম্বর মাসে সাত পাঁকে বাধা পড়েন বিখ্যাত গায়ক আরমান মালিক ও ইনফ্লুয়েন্সর আশনা শ্রফ। তাঁরা মহাবালেশ্বরে প্যাস্টেল স্টাইলে বিয়ে করেন। বিয়ের পর প্রথমবারের মতো নবদম্পতিকে দেখা গেল বিমানবন্দরে। হাসিমুখে তাঁরা পাপারাজ্জিদের নববর্ষের শুভেচ্ছা ও জানিয়েছেন।

একটি ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশিত হয়। ভিডিওতে দেখা গেছে দুজনেই শীত পোশাকে রয়েছেন। আশনাকে দেখা গেল ক্রিম রঙের কো-অর্ডাস সেট পড়েছিলেন, পায়ে স্নিকার্স, ম্যাচিং ক্যাপ, হাতে একটা হ্যান্ডব্যাগ। অন্যদিকে, আরমান পড়েছিলেন নীল হুডি, নীল জিন্স, চোখে কালো সানগ্লাস আর পায়ে চঙ্কি স্নিকার্স। বিমানবন্দর থেকে প্রস্থান করার সময় নবদম্পতি হাসিমুখে একসঙ্গে পোজও দেন। আরমান মালিক তাঁর দীর্ঘদিনের বান্ধবী আশনা শ্রফকে একটি বিশেষ সেট আপে প্রপোজ করেছিলেন। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০২৩ সালের আগস্টে তাঁরা বাগদান সারেন। ২৮ ডিসেম্বর, ২০২৪-এ, ঘনিষ্ঠ পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে একটি গাঁটছড়া বাঁধেন এই তারকা দম্পতি।