নিউজ পোল ব্যুরো: সন্তান জন্ম দেওয়ার পরেই অসুস্থ একের পর এক প্রসূতি! ঘটনাটি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বারবার চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু। এমনই অভিযোগ উঠল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এক্সপায়ারি স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিদের এমনটাই দাবি রোগীর পরিবারের। বিক্ষোভ হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে মোতায়েন বিরাট পুলিশ বাহিনী।
আগেও একাধিকবার মেদিনীপুর মেডিকেল কলেজে ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন বহু রোগীর পরিজন। আবারও একই অভিযোগকে ঘিরে তুলকালাম কাণ্ড। অভিযোগ স্যালাইন নেওয়ার পরেই এক প্রসূতির মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থা আরও চার প্রসূতির। পরিবারের দাবি সিজার হওয়ার পর থেকেই প্রসূতিরা শারীরিকভাবে অসুস্থ হতে থাকে। এরপর প্রস্রাবের সঙ্গে রক্ত বেরোতে থাকে অনেকের। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তাল হাসপাতাল চত্বর।
জানা গিয়েছে, বুধবার রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ৬ প্রসূতির সিজার করা হয়। বৃহস্পতিবার সকাল থেকেই তাদের অবস্থার অবনতি শুরু হয়। আশঙ্কা জনক অবস্থায় আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁদের। তিনজনকে ভেন্টিলেশনে রাখা হয়। তাঁদের মধ্যেই একজনের মৃত্যু হয়। অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার ফলেই এই ঘটনা ঘটে। অনেকের অভিযোগ স্যালাইনের মধ্যে ছত্রাক ছিল। আবার অনেকের অভিযোগ মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে। হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করেন মৃতার পরিবার। তবে মৃত্যুর আসল কারণ কি, তা এখনও স্পষ্ট নয়।
হাসপাতাল মেডিক্যাল সুপার জানিয়েছেন, ‘হাসপাতাল মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, রিপোর্ট সামনে আসার পরেই নিশ্চিতভাবে বলা সম্ভব।’