‘গ্লোবাল এআই হাব’ খুলছে আইটিসি

কলকাতা জেলা রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: হাতে গোনা আর কয়েকদিন বাকি। তাই জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হতে চলেছে কলকাতার নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। সূত্রের খবর, দেশ বিদেশের শিল্পপতিরা আসতে চলেছেন সেখানে। রাজ্যে কর্ম সংস্থান বাড়াতে কলকাতা একের পর এক বিনিয়োগ করেই চলেছে শিল্পপতিরা। যার মধ্যে অন্যতম ‘আইটিসি ইনফোটেক’। রাজারহাটে আইটিসি গ্রিন সেন্টার ক্যাম্পাসে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স গ্লোবাল হাব গড়ে তোলা হবে।

আইটিসি লিমিটেডের সংস্থা সূত্রে খবর, কলকাতা গ্লোবাল হাবের মাধ্যমে ক্লায়েন্টদের বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে। গ্লোবাল হাবকে মধ্যমণি করে তোলার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে আইটিসি গ্রীন সেন্টার ক্যাম্পাসে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আরও ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে বলে জানা গিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এই গ্লোবাল হাব নির্মাণের জন্য প্রায় ১৪ লাখ স্কোয়ার ফুট জায়গার পরিকল্পনা করা হয়েছে। ক্যাম্পাসটি হবে ১৭ তলা যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। তবে বাংলা ওয়ার্ল্ড বিজনেস কনফারেন্স থেকে এ বিষয়ে একটি ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের বিশ্ববাণিজ্য সম্মেলনে এনিয়ে ঘোষণা করা হবে।

আইটিসি লিমিটেডের চেয়ারম্যান সঞ্জীব পুরী জানিয়েছেন, কলকাতায় একমাত্র জায়গা গ্লোবাল এআই হাব তৈরির। ভৌগোলিক অবস্থান অনুযায়ী কলকাতা অত্যন্ত ভালো জায়গা। এই প্রজেক্টে রাজ্য সরকারের তরফে সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, আইটিসি ইনফটেকের কর্মী সংখ্যা ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ বেড়েছে। আগামী তিন চার বছরের মধ্যে কলকাতাতেই কর্মরত হবেন ২৫ থেকে ৩০ শতাংশ কর্মী। এখনও পর্যন্ত ১ হাজার কর্মী কলকাতায় কর্মরত আছেন।